নিজস্ব প্রতিনিধি :অস্ত্র ছেড়ে মূলস্রোতে না ফিরলে এবার মরতে হবে।
এবার হুংকার ভারতীয় সেনার। কাশ্মীরের বাবা-মায়েদের এমনই বার্তা দিলেন কাশ্মীরের সেনা বাহিনীর পদস্থ কর্তা।
তাঁর হুঁশিয়ারি, এখনো সময় রয়েছে ঘরে ফিরতে বলুন সন্তানদের নইলে সমূহ বিপদ। কাশ্মীরি মায়েদের এমনি আর্জি জানালো ভারতীয় সেনা। মঙ্গলবার সকালে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে এক সাংবাদিক বৈঠক থেকে সেনার তরফে এই উদ্যোগের কথা জানানো হয়।
এদিন ওই সাংবাদিক বৈঠকে কাশ্মিরি মায়েদের কাছে অনুরোধ জানানো হয়, ‘কাশ্মীরের মায়েরা যেন তাঁদের সন্তানদের বোঝান, যাতে তারা সন্ত্রাসবাদের পথ ছেড়ে দেয়। ফিরে আসে মূলস্রোতে। বিপথগামী যুবকদের মূলস্রোতে ফেরাতে উদ্যোগী হল ভারতীয় সেনা ও নিরাপত্তাবাহিনী।
তবে একই সঙ্গে কড়া বার্তাও দেওয়া হয়েছে সেনার তরফে। তারা জানিয়েছে, সন্ত্রাসের পথ না ছাড়লে কড়া মূল্য চোকাতে হবে জঙ্গিদের। প্রত্যেককেই মেরে ফেলা হবে।
কাশ্মীরের যুবকদের ভুল বুঝিয়ে সন্ত্রাসের পথে নিয়ে যাওয়ার অভিযোগ বারবার ওঠে। সেনা-প্রশাসনের তরফে নানা উদ্যোগ নিয়ে বিপথগামী যুবকদের স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করা হয়। এবার পুলওয়ামা হামলার পর সেই উদ্যোগকে আরও গতি দেওয়া হল সেনার তরফে।