নিজস্ব প্রতিনিধি, হলদিয়াঃপশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যখন অস্ত্র কারখানা নিয়ে তোলপাড় তখন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় শুক্রবার এক বড় ধরনের অস্ত্র কারখানার হদিশ মিলল।
শুক্রবার এসটিএফ এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের যৌথ অভিযানে দুর্গাচকের ভাগ্যবন্তপুরের একটি ভাড়া বাড়িতে চলা লেদ কারখানার আড়ালে গড়ে ওঠা এই অস্ত্র কারখানার হদিশ পাওয়া যায় ।
বিহারের মুঙ্গের থেকে গত ১৩ জানুয়ারি এফআইসিএন বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে অস্ত্রসহ গ্রেফতার করে এরপর তাদেরকেই জিজ্ঞাসাবাদ করে হলদিয়ার এই অস্ত্র কারখানার হদিশ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে খবর,ব্রজলালচকের বাসিন্দা মদন মাজী লেদ কারখানা করার উদ্দেশ্যে ভাগ্যবন্তপুরের বাসিন্দা কল্যানী মন্ডলের বাড়ি ভাড়া নেন।এরপর দীর্ঘ তিন মাস ধরে ওই ভাড়া বাড়িতেই লেদ কারখানার নাম করে চলতে থাকে অস্ত্র তৈরি। শুক্রবার এই অস্ত্র তৈরির কারখানায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে প্রায় শতাধিক বন্দুক ও অস্ত্র উদ্ধার করে।