নিজস্ব সংবাদদাতা : হিসাব তছনছ করে দিলেন ভাটপাড়ার চারবারের বিধায়ক অর্জুন সিং। মমতা ব্যানার্জীর বিধানসভা ভাঙচুরের অন্যতম সহযোদ্ধা এবার ভাঙলেন তৃনমূল দল । মুকুল রায়ের হাত ধরে সোজা ঢুকে পড়লেন বিজেপির ঘরে ।
বুধবার রাতে তৃনমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে দিল্লি উড়ে গেছিলেন, ফিরবেন বিজেপির ব্যারাকপুরের প্রার্থী হয়েই ।
যদিও তিনি বলেছেন, টিকিট নিয়ে নয়, পুলওয়ামায় হামলা এবং পাকিস্তানে বিমান হানা নিয়ে দলনেত্রী প্রশ্ন তোলায় আঘাত পেয়েছিলেন। সেই ঘটনায় তাকে বিজেপির দিকে টেনেছে। দিল্লিতে এমনটাই জানালেন সদ্য তৃণমূল ত্যাগী অর্জুন সিং। তাঁর অভিযোগ, মা-মাটি-মানুষ এখন মানি মানি মানি হয়ে গিয়েছে।
বিজয়বর্গীয় এবং মুকুল রায়কে সম্মান জানিয়ে নিজের বক্তব্য শুরু করেন অর্জুন সিং। তিনি বলেন, ৩০ বছর মমতার সঙ্গে কাজ করেছি। দেশের জওয়ান মারা যান, তখন তিনি যে বক্তব্য জানিয়েছিলেন, তার সমালোচনা করেন অর্জুন সিং। বিমান হামলা নিয়ে মমতার প্রশ্নেও দেশের মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন অর্জুন সিং।
অর্জুন সিং-এর অভিযোগ, মা-মাটি-মানুষ এখন মানি মানি মানি হয়ে গিয়েছে। তার আরও অভিযোগে, দলে পুরনো কর্মীদের জায়গা দেওয়া হচ্ছে না।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করতে গিয়ে অর্জুন সিং বলেন. বাংলার সরকার পুলিশের ওপরে রয়েছে। কিন্তু পুলিশেরও তো পরিবার আছে।
অর্জুনের বিজেপিতে যোগদান শুধু ব্যারাকপুরে তৃণমূলকে চাপে ফেলল নয় , সাথে সাথে দুশ্চিন্তার কারন হয়ে দাঁড়ালো যে আর কে কে মুকুলের লাইনে আছে ?