নিজস্ব সংবাদদাতা # টিকিট না পেয়ে সাংবাদিক বৈঠক করে দল ছাড়লেন মালদহ জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অম্লান ভাদুড়ী।
দলত্যাগের পাশাপাশি একাধিক সরকারি পদও ছেড়েছেন তিনি। তবে অন্য কোনও দলে যোগদান করবেন কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন ।
রবিবার সাংবাদিক বৈঠকে অম্লান বলেন,
১) আজ থেকে তৃণমূল কংগ্রেসের সাথে আমার আর কোনও সম্পর্ক নেই।
২) জেলা সভানেত্রীকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।
৩) এ ছাড়া ইংরেজবাজার পুরসভার পুরপ্রশাসক মণ্ডলীর সদস্যপদ ও চাঁচোল মহাকুমা আদালতের সরকারি আইনজীবীর পদ থেকেও ইস্তফার চিঠি পাঠিয়ে দিয়েছি।
৪) দলে গোষ্ঠিকোন্দল প্রবল। তার জন্য মানুষের কাজ করতে পারছিলাম না। সেই কারণেই দল ছাড়লাম।
৫) আমি ১০ বছর ধরে দল করি।
৬) কোনও দিন প্রার্থী হওয়ার জন্য দলকে বলিনি।
৭) কিন্তু এ বার বিধানসভা ভোটের আগে এলাকার দলীয় কর্মীরা মনে করেছিলেন, আমাকে প্রার্থী করলে বৈষ্ণবনগর আসন পুনরুদ্ধার করা যাবে।
অন্য দলে যোগদানের প্রশ্নে তিনি বলেন অনুগামী-সমর্থকদের সঙ্গে কথা বলব। তাঁদের মতামত নেব। তার পর সিদ্ধান্ত নেব।
গত লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৌসম বেনজির নুরের নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি। তখন তিনি যুব তৃণমূলের জেলা সভাপতি। বৈষ্ণবনগর সহ ৪টি বিধানসভা কেন্দ্রের দায়িত্বে ছিলেন ।
শুক্রবার টিকিট পেয়েছেন চন্দনা সরকার।