নিজস্ব সংবাদদাতা # কয়লা-কাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বয়ান নিতে গেল সিবিআই অফিসারদের একটি দল।
আজ, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা নাগাদ হরিশ মুখার্জি রোডে তৃণমূল সাংসদের বাড়ি ‘শান্তিনিকেতন’-এ পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দারা।
সিবিআইয়ের দল ‘শান্তিনিকেতন’-এ ঢোকার আগেই সাংসদের বাড়ি থেকে বেরোতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
গাড়ি পর্যন্ত মুখ্যমন্ত্রীকে এগিয়ে দিতে দেখা যায় অভিষেক-কন্যাকে।
তাকে ভিতরে পাঠিয়ে গাড়িতে উঠে চলে যান মমতা।
তার পরে পরেই সিবিআইয়ের অফিসারদের গাড়ি এসে পৌঁছয় সেখানে।
রুজিরাকে জেরা করতে আইনজীবী সহ ‘শান্তিনিকেতন’-এ যান সিবিআই আধিকারিক উমেশ কুমার সহ ৯ জনের দল ।
এর মধ্যে রয়েছেন আইনি উপদেষ্টা দলের ৩ আইনজীবী।