নিজস্ব সংবাদদাতা # তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির আবেগাপ্লুত বক্তব্য শুনে বৈঠকের মধ্যেই কেঁদে ফেললেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তাঁকে শান্ত করতে হল মমতাকেই।
শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে মমতা ব্যানার্জি হঠাৎই বলেন…………
১) অনেকে আমার মৃত্যুকামনা করছে।
২) কারণ, আমি মারা গেলে তারা আমার চেয়ারে বসতে পারবে!
মমতা ব্যানার্জ নিজেও খানিকটা আবেগতাড়িত হয়েই ওই কথাটি বলেন বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান।
নেতাদের একাংশ নেত্রীর ওই কথা শুনে বিস্মিতও হন।
সবচেয়ে অপ্রত্যাশিত প্রতিক্রিয়া হয় সুব্রত বক্সির।
তিনি বৈঠকের মধ্যেই সর্বসমক্ষে ঝরঝর করে কেঁদে ফেলেন।
কাঁদতে কাঁদতেই মমতাকে বলতে তিনি থাকেন…..
১) আপনি এমন কথা বলবেন না।
২) আপনি থাকবেন।
৩) আপনি আজীবন আমাদের নেত্রী থাকবেন।
৪) আমাদের রাস্তা দেখাবেন।
সুব্রত বক্সিকে ওইভাবে ভেঙে পড়তে দেখে প্রাথমিক ভাবে খানিকটা থমকে যান মমতা ব্যানার্জি।
তার পরেই সামলে নিয়ে মমতা ব্যানার্জি দলের রাজ্য সভাপতিকে বলেন………
১) আপনি কাঁদবেন না।
২) আপনি একটু জল খান।
৩) শান্ত হন।
সুব্রত বক্সি তখন নিজেকে সামলে নেন।
সারা বৈঠকে তাঁকে যথেষ্ট মূহ্যমান দেখিয়েছে বলেই বৈঠকে উপস্থিত নেতাদের একটি বড় অংশ জানান।
বৈঠকে চড়াসুরে বিজেপির বিরোধিতা করে মমতা ব্যানার্জ নির্দেশ দেন বিজেপি-র বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে হবে দলকে । বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি নির্দেশও দেন বক্সিকে ।
ততক্ষণে অবশ্য পোড়খাওয়া নেতা বক্সিও নিজেকে সামলে নিয়েছেন।