নিজস্ব সংবাদদাতা, ডায়মন্ড হারবার # ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদারকে ঘিরে তৈরি হল রাজনৈতিক জল্পনা।
ফেসবুকে তাঁর পোস্ট দেখলেই স্পষ্ট হয়ে যাবে যে ভিতরে জমে থাকা ক্ষোভ উগরে দিয়েছেন।
তাও আবার শুভেন্দু ইস্তফা দেওয়ার ঠিক পরের দিনই।
বিধায়ক দীপক হালদার ফেসবুক পোস্টে লিখেছেন………………..
১) ডায়মন্ড হারবার বিধানসভায় নতুন বিধায়ক তৈরি হয়েছেন।
২) বিধায়ক মহাশয় চালিয়ে যান।
যদিও বিধায়ক বলে তিনি কাকে ইঙ্গিত করেছেন, তা বোঝা যায়নি।
ঠিক সময়ে তাঁরা উত্তর পেয়ে যাবেন, এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

ফেসবুকে দীপককুমার লিখেছেন……
১).বারবার সংবাদ শিরোনাম দেখে নিশ্চিত হলাম যে ডায়মণ্ডহারবার বিধানসভায় নতুন বিধায়ক তৈরি হয়েছেন।
২) খুব ভালো।
৩) বিধায়ক মহাশয় চালিয়ে যান।
৪) ডায়মণ্ডহারবাবের গণদেবতারা সব দেখছেন, ঠিক সময়ে উত্তর পেয়ে যাবেন।
এরই মধ্যে নদিয়ার কুপার্সে তৃণমূলে ভাঙন ধরাল বঙ্গ বিজেপি।
সেখানে দিলীপ ঘোষের সভা ছিল।
তাঁর হাত ধরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন দুই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর।
বিজেপিতে যোগদানকারী চম্পা মাঝি দু’বারের কাউন্সিলর। তাঁর স্বামী পরিতোষ মাঝি একবার কাউন্সিলর হন।
তিনি কুর্পাস শহরের যুব তৃণমূলের কার্যকরি সভাপতি পদে ছিলেন।
তাঁদের সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছেন বহু কর্মী।