সৌগত মন্ডল, বীরভূম : এদিন ভোর রাতে স্বামী পরেশ মাল ( ৪৭) তাঁর স্ত্রী তামালী মালকে ( ৪২) ধারলো অস্ত্র দিয়ে মেয়ের সামনে কুপিয়ে খুন করেন। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত দখোলবাটী গ্রামে। তবে কি কারনে এরকম ঘটনা ঘটালেন তা যদিও এখনো পরিষ্কার নয়, তবে মেয়ের বক্তব্যে ধরা পড়েছে ,বাবা মায়ের সম্পর্কের মাঝে সন্দেহের বাসা বাঁধার ইঙ্গিত।
মেয়ে রূপমি বলেন, “বাবা মাকে সন্দেহ করতো। এই নিয়ে প্রায় ঝগড়া হতো দুজনের। কাল রাতে দুজনে ভাত খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। কিন্তু ভোর দিকে মায়ের চিৎকার শুনতে পাই। তারপর দেখি বাবা মাকে হাতুড়ি, কুড়াল দিয়ে মারছে।এরপর আমি চিৎকার করতে শুরু করি।
পাশের বাড়ি দাদারা এসে তালা ভেঙে দেখে মা রক্তাক্ত অবস্থায় পরে আছেন, বাবা বিষ খেয়ে অন্য দিকে পরে আছেন।ঘটনার পর দুজনকে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে দুজনকেই মৃত ঘোষণা করা হয়। যদিও এমন মর্মান্তিক ঘটনার পিছনে রয়েছে সন্দেহ নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে রামপুরহাট থানার পুলিশ।