নিজস্ব সংবাদদাতা : ভোট মিটতে এখনো কয়েক ঘন্টা বাঁকী। এরমধ্যেই বাসন্তী বিভিন্ন এলাকায় বোমা বন্দুক নিয়ে মাঠে নেমে পড়লো দূস্কৃতিরা। বাসন্তী হাইওয়ের অদুরে খেড়িয়া তে দেখা গেল বোমা হাতে নিয়ে বড় বন্দুক হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দূস্কৃতিরা। তবে পুলিশ এখনো ও কাউকে গ্রেফতার করতে পারেনি।