গভীর রাতে নিউটাউন এ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর।পুলিশ জানিয়েছে মৃত যুবক নিউটাউন এর এক তথ্য প্রযুক্তি কর্মী। বুধবার রাতে নিউটাউন এর নতুনপুকুর এর কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রের খবর, গতকাল গভীর রাতে একটি বেপরোয়া বাইক নিউটাউন থানার দিক থেকে সাপুরজির দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড ওয়ালে স্বজরে ধাক্কা মেরে আবার ডিভাইডার এ ধাক্কা মেরে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়।
স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় যুবকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ও পরে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইক আরোহী যুবকের কাছে হেলমেট থাকলেও সেটা না পরে হাতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছিল।হয়তো হেলমেট পরে থাকলে মৃত্যু হতো না।