, নদীয়াঃ-পুকুর থেকে এক নিখোঁজ শিশুর দেহ উদ্ধার হ কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় নদীয়ার রানাঘাটে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে রানার থানার অন্তর্গত ধান তলার বঙ্কিমনগর কেশাইপুরে।মৃত শিশুটির নাম অনেকের বিশ্বাস।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় কেশিপুরের বাসিন্দা ছোট্ট অনিকেতের বাবা-মা বাড়িতে না থাকার কারণেই ঠাকুমার কাছে একাই ছিল সে। নাতিকে রেখে মাঠে শাক তুলতে গিয়েছিলেন ঠাকুমা পরে ফিরে এসে তাকে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি ক সময় বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ছোট্ট অনিকেতের জুতো ভাসতে দেখে সন্দেহ হয় ঠাকুমার।
পরে স্থানীয়দের সাহায্যে পুকুর থেকে উদ্ধার হয় অনিকেতের নিথর দেহ। এরপর রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। শিশুটির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।