আজ ২৯শে নভেম্বর২০১৮।। কেমন যাবে দিনটি! দেখে নিনি ।। বেঙ্গল ওয়াচের রাশিফল ।। লিখছেন,পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ “শ্রীদেবসমুদ্র”
মেষ: মিশ্র দিন। ব্যবসায়ী দের মুনাফা লাভের দিন। চাকুরিক্ষেত্রে সমস্যা। পারিবারিক অশান্তি। শরীর মাধ্যম। প্রেমে শুভ।
বৃষ: মিশ্র দিন। চাকুরিরক্ষেত্রে নানা সমস্যা। ব্যবসায়ীদের শুভ। প্রেমে অশান্তি। শরীর ভালো যাবে না।
মিথুন: সমস্যাময় দিন। আয়ের থেকে ব্যয় বেশি। কর্মক্ষেত্রে সমস্যা। প্রেমে অশান্তি। মানসিক চাপ। শরীর তেমন ভালো যাবে না।
কর্কট: শুভ দিন। কর্মক্ষেত্রে শান্তি। ব্যবসাতে মুনাফা লাভ। প্রেমেরক্ষেত্রে শুভ দিন। শরীর মাধ্যম।
সিংহ: মিশ্র দিন। আয় যোগ ভালো। সঞ্চয় হবে। কর্মস্থলে অশান্তি। প্রেমে বিবাদ। শরীর ভালো থাকবে।
কন্যা: ভালো দিন। আয় যোগ আছে। ব্যবসায়ীদের সামান্য সমস্যা হতে পারে। প্রেমেরক্ষেত্রে বাধা। সাবধানে চলাফেরা করুন।
তুলা: ভালো দিন। আয় যোগ আছে। ব্যবসায়ে মুনাফা লাভ। প্রেমের দিন। শরীর ভালো যাবে।
বৃশ্চিক: মিশ্র দিন। কর্মক্ষেত্রে মানসিক অশান্তি। আয় যোগ আছে। ব্যবসা ক্ষেত্রে ভালো দিন। প্রেমের দিন। শরীর মধ্যম।
ধনু: সমস্যাময় দিন।ব্যয় বেশি। শারীরিক সমস্যা। প্রেমে অশান্তি। কর্মক্ষেত্রে নানা উটকো ঝামেলা।
মকর: শুভ দিন। পাওনা টাকা ফেরত পেতে পারেন। আয় যোগ আছে। ব্যবসায়ীদের মুনাফা লাভের দিন। প্রেমে শুভ।
কুম্ভ: মিশ্র দিন। আয় যোগ আছে। ব্যবসা ক্ষেত্রে অশান্তি। প্রেমে সমস্যা। পারিবারিক অশান্তি।
মীন: মিশ্র দিন। ব্যবসায়ীদের ভালো। আয় যোগ আছে। আজ ব্যয় ও আছে। প্রেমে শুভ নয়। শরীর ভালো যাবে না।