নিজস্ব প্রতিনিধি, বোলপুর: অনুপম হাজরাকে দাঁড় করানো ভুল হয়েছে বলে প্রকাশ্য মঞ্চ থেকে ক্ষমা চাইলেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পাশাপাশি অনুপমের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে প্রশ্নে কটাক্ষ করে অনুব্রতবাবু বলেন, “একটা রাম ছাগল চলে গিয়েছে। আমার কোন ব্যপার না।”
এদিন বোলপুর ডাকবাংলো মাঠে দলের ব্লক ভিত্তিক কর্মী সম্মেলন ছিল। নির্বাচন ঘোষণার পর বোলপুর কেন্দ্রের দলের প্রার্থী অসিত মালকে নিয়ে এই সম্মেলন থেকেই প্রচার শুরু করেন অনুব্রত মণ্ডল। ছিলেন, রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সভাপতি অভিজিৎ সিংহ প্রমুখ।
বোলপুর ব্লকের প্রতিটি অঞ্চল সভাপতিকে দাঁড় করিয়ে কত ভোটে লিড দিতে পারবে জিজ্ঞাসা করেন অনুব্রত মণ্ডল। যে অঞ্চল সভাপতি বেশি ভোটে লিড দিতে পারবে তাকে পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।
সভা শেষে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, “৭ বছরের উন্নয়ন ভুলবেন না। অনেক দালাল ঘুরে বেড়াবে। দালালদের কথা শুনবেন না। তাহলে কিন্তু লোকসান হবে৷” এরপরেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, “দাঙ্গার মুখ মোদি। এক নম্বরের মিথ্যাবাদী, এক নম্বরের বেইমান। ঘুরে আসবে না। ১২০ টির বেশি সিট হবে না। ১২০ টির বেশি সিট হলে রাজনীতি ছেড়ে দেব।”
তৃণমূলের বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মালকে পাশে দাঁড় করিয়ে অনুব্রত মণ্ডল বলেন, “অসিত মাল কাজের ছেলে। একটা ভালো ছেলেকে এনেছি।” বহিষ্কৃত অনুপম হাজরা প্রসঙ্গে তিনি বলেন, “প্রশ্ন করতে পারেন, আগে যাকে দাঁড় করিয়েছি আপনাদের সঙ্গে দেখা করেনি, কাজ করেনি, উন্নয়ন করেনি, সার্টিফিকেট দেয়নি। ভুল হয়েছে। ক্ষমা চেয়ে নিচ্ছি। যে কাজ করবে মানুষের সঙ্গে থাকবে তাকে নিয়ে এসেছি।”
অনুপম হাজরা বিজেপিতে যোগ দিয়েছেন এই প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, “যোগ দিয়েছে তো কি হয়েছে। আমার কোন ব্যপার না। একটা রাম ছাগল চলে গিয়েছে। তোমরা খুঁজে বেড়াও।”