নিজস্ব প্রতিনিধি ,বোলপুর : “উর্বর জমি চাষ করার জন্য পাচন শুরু হয়ে যাবে এবার।” লোকসভা ভোট ঘোষণা হতেই নিজের হাতে দেওয়াল লিখন শুরু করে একথা বলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
১১ এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচন। ৭ দফায় ভোট হবে। ১৮ থেকে ২৫ মার্চ মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন। এদিন নির্বাচন ঘোষণা পরে পরে বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ের বাইরে নিজের হাতে দেওয়াল লিখন শুরু করেন অনুব্রত মণ্ডল। যদিও, প্রার্থীর নাম লেখেননি। এই চিহ্নে ভোট দিন লিখে শুরু হয় দেওয়াল লিখন।
অনুব্রত মণ্ডল বলেন, “ভোট ঘোষণা হয়ে গেল তাই দেওয়াল লিখন শুরু করে দিলাম। প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন। প্রচার অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। এবার উর্বর জমি চাষ করার জন্য পাচন শুরু হবে।”
আগেও একাধিক জনসভায় অনুব্রত মণ্ডল বলে এসেছেন লোকসভা নির্বাচনের আগে পাচনের বারিতে উর্বর জমি চাষ করা হবে৷ তাঁর এই ইঙ্গিত নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো জল্পনা রয়েছে।