বেঙ্গলওয়াচডেস্ক : রামপুরহাট কাণ্ড নিয়ে চাপানউতোর তুঙ্গে। এদিকে বৃহস্পতিবারই ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে দাঁড়িয়েই তিনি তৃণমূলের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দেন। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। পুলিশ ঘিরে ফেলে তার বাড়ি। অন্যদিকে তাঁর ফোন নম্বর ট্র্যাক করে পুলিশ তার তারাপীঠের একটি হোটেল সংলগ্ন এলাকায় তার খোঁজ পেয়ে যায়। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে আনারুল অনুগামীদের দাবি, তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ফাঁসিয়ে দিয়েছে আনারুলকে। আর সেই অনুব্রতকে জড়িয়ে রামপুরহাটকাণ্ড নিয়ে এবার

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এদিন সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন,’ পশ্চিমবঙ্গ আজ আতঙ্কবাদী রাজ্য। ওখানে আনারুল যে ব্লক প্রেসিডেন্ট যার বিরুদ্ধে অভিযোগ, আনারুল সেই সময় অনুব্রত মণ্ডলকে ফোন করেছিল, অনুব্রত মণ্ডল সেই সময় বলেছিল কয়েকটি বাড়ি জ্বালিয়ে দাও। এই জায়গাটা কেন ধরা হচ্ছে না। আনারুল ফোন করেছিল অনুব্রত মণ্ডলকে দায়িত্বের সাথে বলছি। সেই সময় ফোন নম্বর চেক করা হোক। অনুব্রত মণ্ডল এসডিপিওকে বলেছিল, আপনি কোথাও যাবেন না। আইসিকে বলেছিল, দুটো বাড়ি জ্বলতে দিন। কোথাও যাবেন না। এই কথাটা মোবাইলে আছে। কেন তদন্ত করা হচ্ছে না। কেন প্রকাশ্যে আসছেন না?’ প্রশ্ন বিজেপি সাংসদের।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here