গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ প্রতি বছরের ন্যায় এ বছরও পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের আমডাঙ্গা গ্রামের জটাধারী তলায় হরিনাম সংকীর্তন সহ অন্নকূটের আয়োজন অনুষ্ঠিত হল রবিবার।
এখানে প্রতিদিন সকাল সন্ধ্যা নিত্য সেবা চলে।উদ্যোক্তাদের পক্ষে মাধব দাস জানান,প্রতি বছর ১২ ই মাঘ নাম সংকীর্তন সহ ভোগ ও আরতি অনুষ্ঠিত হয় এবং অন্নকূটের আয়োজন করা হয়। মনস্কামনা পূরণের জন্য ভক্তরা পুজো দিতে ভিড় করেন। গ্রামবাসীরা জানান বহু প্রাচীন এই জটাধারী তলায় প্রতিদিন সকাল-সন্ধ্যা নিত্যসেবা হয়।উদ্যোক্তাদের পক্ষে হরিপদ ঘোষ জানান, প্রায় পাঁচ হাজার মানুষের অন্নকূটের আয়োজন রয়েছে।
এবারে সপ্তম বর্ষে পদার্পণ করল এই অন্নকূট এর আয়োজন।আজকের দিনটিতে গ্রামবাসীরা সকলেই মেতে ওঠেন। এইরকম উদ্যোগ গ্রহণ করার জন্য সকলেই উদ্যোক্তাদের সাধুবাদ জানান।