নিজস্ব প্রতিনিধি: অনিল আম্বানির দিন ভাল যাচ্ছে না। তাঁর ব্যবসা মন্দা। এবার আবার জেল খাটতে হতে পারে। আজ বুধবার সুপ্রিম কোর্টের একটি রায় বলেছে, আগামী এক মাসের মধ্যে তাঁকে সুইডেনের টেলিকম সংস্থাকে 453 কোটি টাকা মিটিয়ে দিতে হবে। না দিতে পারলে তিন মাসের কারাদণ্ড ।
সুপ্রিম কোর্টের এই রায় শিল্প মহলে আলোড়ন তুলেছে । সুইডেনের টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা এরিকসন সুপ্রিম কোর্টে অনিল আম্বানির বিরুদ্ধে পাওনা টাকা না দেওয়ায় জন্য মামলা দায়ের করে।
দীর্ঘ শুনানির পর বিচারপতি আর এফ নরিম্যান ও বিচারপতি বিনীত সারন আজ তাঁদের রায়ে জানিয়ে দিয়েছেন অভিযোগকারীদের পাওনা অনিল আম্বানিকে আগামী এক মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে। না হলে তিন মাসের জেল।