নিজস্ব প্রতিনিধি: রাজ্যে মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তারা দরিদ্র থেকে দরিদ্রতম মানুষকে স্বনির্ভর করতে উদ্যোগী হয়েছে।
সেই লক্ষ্যেই এবার দক্ষিণ দিনাজপুর জেলার গ্রামোন্নয়ন দপ্তর এগিয়ে এলো। জেলার দরিদ্র থেকে দরিদ্রতম মানুষকে স্বনির্ভর করার উদ্দেশ্যে NRLM ( আনন্দধারা) প্রকল্পের মাধ্যমে তাদের চিন্হিত করন সহায়তার জন্য সিনিয়র CRP এবং CRP দের নিয়ে তারা এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে গতকাল।
এই CRP রা জেলার তপন কুশমন্ডী,হিলি ও হরিরামপুর এই চারটি ব্লকে দরিদ্র থেকে দরিদ্রতম পরিবার গুলির মহিলাদের প্রশিক্ষিত করে জৈব কৃষি ও সুস্থায়ী কৃষি, পশুপালন, মাছ চাষ ও মহিলা কৃষান তৈরীর মাধ্যমে মহিলাদের সাবলম্বী করতে কাজ করবেন বলে জানা গেছে।
ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় জেলার ২০৭৫ পরিবার স্বনির্ভর হয়েছে বলে দপ্তর সুত্রে জানা গেছে। জেলার দরিদ্র থেকে দরিদ্রতম পরিবার গুলিকে স্বনির্ভর করতে জেলা গ্রামোন্নয়ন দপ্তরের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে জেলার বিভিন্ন স্তরের মানুষ।