অতনু গোস্বামী, নদীয়া: .অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় নদিয়া নাকাশিপাড়া থানার অন্তর্গত ঝাউডাঙ্গা এলাকায়।
মঙ্গলবার বিকেলের দিকে গঙ্গার জলে ওই মহিলার মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর স্থানীয় প্রত্যক্ষদর্শীরা নাকাশিপাড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে।
এই মৃত্যুর অন্তর্নিহিত কারণ খুন না আত্মহত্যা? তা উদঘাটন করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।