এই মূহুর্তে সল্টলেক আমরি হাসপাতালে অসুস্থ প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেনকে দেখতে আসলেন সূর্যকান্ত মিশ্র By News Editor - December 18, 2018 0 34 নিজস্ব প্রতিনিধি : ওনার অবস্থা কিরটিক্যাল আছে। এখন একটা ডায়লসিস হবে। ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। নতুন কিছু সিমটম দেখা দিয়েছে। ডাক্তাররা দেখছেন। দেখা যাক কি হয়। নিরুপম সেনকে দেখার পর বললেন সূর্যকান্ত মিশ্র।