নিজস্ব প্রতিনিধি : শাসন থানার মাগরি গ্রামে এক পাঁচ বছরের নাবালিকাকে ধর্ষণ করা হয়। অভিযুক্ত যুবককে গণধোলাই দিয়ে পুলিশ হাতে তুলে দেয় গ্রামবাসীরা।
আজ সন্ধ্যা সাতটা নাগাদ পাড়ায় শিবপুজো চলার সময় ক্লাস ওয়ানের ছাত্রীকে খাবারের লোভ দেখিয়ে ওই যুবক একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়েটির মা তাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করতেই রক্তাক্ত অবস্থা স্কুলের পিছন বসে থাকা অবস্থায় মেয়েকে দেখতে পান ।
নাবালিকা মেয়েটি তার মার কাছে সব বলতেই পাড়ারই এক যুবকের নাম বলে। তাকে গ্রামবাসীরা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় । শাসন থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। মেয়েটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।