নিজস্ব প্রতিনিধি: অবশেষে আমডান্ডা পঞ্চায়েত সমিতি গঠন হল আজ। গত 28 আগস্ট আমডাঙ্গার বেশ কিছু পঞ্চায়েতে গন্ডগোলের জেরে স্থগিত হয়ে যায় বোর্ড গঠন।
আমডাঙ্গার 24 আসন বিশিষ্ট পঞ্চায়েত সমিতি গঠন করল শাসক দল। সুচিত্রা দাস মন্ডল হলেন সভাপতি এবং সহ সভাপতি হলেন মহম্মদ সাইফুদ্দিন। দুজনেরই বক্তব্য যে উন্নয়নের যে কাজ বাকি আছে তা এটি দ্রুত সম্পন্ন করা হবে।
আমডাঙ্গার বিধায়ক রাফিকার রহমান বলেন মমতা ব্যানার্জীর নেতৃত্বে যে উন্নয়ের যজ্ঞ চলছে তাতে বিরোধীরাও যোগদান করেছেন এবং ঘরছাড়ারাও একসাথে এসে কাজে যোগদান করছেন।