কানাই দেবনাথ: আসন্ন লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে তৃণমূল প্রার্থী অমর সিং রাইকে বরণ করতে বাগডোগরা বিমানবন্দরে দলীয় সমর্থকদের লাগামছাড়া উচ্ছ্বাস চোখে পড়ার মতো ।
বিমানবন্দরে হাজির ছিলেল তৃণমূলের দার্জিলিং জেলার সভাপতি তথা পর্যটন মন্ত্রী গৌতম দেব এবং অন্যান্যরা।
কলকাতা থেকে এদিন তিনি শিলিগুড়ি আসেন। এরপর উঠে যাবেন পাহাড়ে। তার আগেই তাঁকে বরণ করে নিতে বিমানবন্দরে হাজির হন তৃণমূল কর্মীরা। কার্যত শোভাযাত্রা করে তাকে নিয়ে আসা হয় শহরে। বাগডোগরা বিমানবন্দর থেকে দার্জিলিং মোড় পর্যন্ত বিরাট মিছিল বার করা হয়।