নিজস্ব প্রতিনিধি: জণগণের দীর্ঘ দিনের প্রতীক্ষা অবসান হল আজ । মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় উত্তরবঙ্গ উন্নয়ণ দপ্তরের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার কুমারগ্ৰামে ভল্কা এক ও ভল্কা দুই গ্ৰাম পঞ্চায়েতে মাঝে জোড়াই নদীর উপর আট কোটি 92 লক্ষ 75 হাজার টাকা ব্যয়ে 39 মিটার দীর্ঘ ঢালাই ব্রীজ নির্মাণ কাজ সুরু হল ।
আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাজেরশুভ সূচনা । উদ্ভোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ণ মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস সরকার সহ বিশিষ্টরা ।
মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান ব্রীজ টা থাকার দরুণ খুবই সমস্যা পোহাতে হত ভল্কা এক ও ভল্কা দুই গ্ৰাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা দের । বাজার ঘাট , কলেজ থেকে সুরু করে যে কোন কাজে এপাড়ে আসতে ওপাড়ে যেতে সমস্যা হত ।
মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এই ব্রীজ টি নির্মাণ হচ্ছে আঠারো মাসের মধ্যে এই কাজটি সমাপ্ত হবে।
ওপর দিকে উত্তরবঙ্গ উন্নয়ণ দপ্তরের পক্ষ থেকে আলিপুরদুয়ার কালচিনি ব্লকে জয়গাঁ কলেজে সাত কোটি এগারো লক্ষ টাকা ব্যায়ে কলেজের তিন তলা বিল্ডিং এর কাজের শুভ সূচনা হল । শুভসূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ণ মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ।