গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ অকাল বৃষ্টিতে নাজেহাল মানুষ।পৌষের শুরুতেই নিম্নচাপের জেরে ছিরে ছিরে বৃষ্টি ও হালকা হাওয়া শুরু হওয়ায় জনজীবন বিপর্যস্ত।

অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা।কাটোয়া মহকুমার বিভিন্ন এলাকার সঙ্গে ঘোড়ানাশ,মুস্থূলী,আমডাঙ্গা,চাণ্ডুলী সিঙ্গি প্রভৃতি গ্রামে এখনও অনেক কৃষক ধান কেটে ঘরে তুলতে পারেন নি।কারও জমিতে ধান কাটা পড়ে রয়েছে,কারও বা মাঠে ধান ঢিব দেওয়া রয়েছে।

অকাল বৃষ্টিতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন চাষীরা।তারসঙ্গে ক্ষতি হচ্ছে আলু চাষের।এতে আলুর বীজ পচে যাবার সম্ভাবনা বেশী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here