নিজস্ব প্রতিনিধি : কাল ভার্টের নিচ থেকে এক ব্যক্তির মৃত দেহ দেখতে পেয়ে চাঞ্চল্য এলাকায়। ঘটনা দক্ষিন দিনাজপুর জেলার বংশিহাড়ি থানা এলাকায়।
রাস্তার ধারে কালভার্টের তলায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য এলাকাজুড়ে রবিবার সকাল বেলা ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার থানার অন্তর্গত জামবাগান জাতীয় সড়কের ধারে।
পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম দীপক সরেন বয়স কুড়ি বছর বাবার নাম বর্কা সরেন বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পার্বতীপুর গ্রামে। রাতের অন্ধকারে এই বড় ধরনের ঘটনাটি ঘটেছে তবে সকাল বেলা এলাকাবাসীর নজরে আসে এই ব্যক্তির মৃতদেহ, তার পর থানায় জানানো হলে ছুটে আসে বংশীহারী থানার পুলিশ।
মৃত ব্যক্তির সাথে পরে রয়েছে ঐ ব্যক্তির সাইকেলও তবে ওই ব্যক্তিকে কেউ খুন করে ফেলে রেখেছে নাকি সাইকেল নিয়ে পড়ে যাওয়ার ফলে এমন ঘটনাটি ঘটেছে তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে তবে বংশীহারী থানার পুলিশ জানিয়েছেন ময়না তদন্তের আগে কোন কিছুই বলা যাচ্ছে না। সকাল দশটা নাগাদ ওই মৃতদেহটি উদ্ধার করে পোস্টমর্টেমে পাঠায় বংশীহারী থানার পুলিশ।