আজ শনিবার।। ১লা ডিসেম্বর ২০১৮।। বেঙ্গল ওয়াচে প্রতিদিন রাশিফল লিখছেন, পূর্ব ভারতের এক মাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ শ্রীদেবসমুদ্র-

মেষ: মিশ্র দিন। আয় ব্যয় সমান। পারিবারিক শান্তি। প্রেমের দিন। শরীর ভালো যাবে না।

বৃষ: শুভ দিন।কর্মক্ষেত্রে উন্নতি। ব্যবসায়ীদের মুনাফা অর্জন। প্রেমে শুভ।শরীরিক সমস্যা।

মিথুন: মিশ্র দিন। আয় যোগ আছে। পারিবারিক pPঅশান্তি। প্রেমে সমস্যা। শরীর ভালো যাবে না।

কর্কট: ভালো দিন। কর্মক্ষেত্রে শুভ। আয় ভালো। প্রেমের দিন। শরীরি সমস্যা।

সিংহ: মিশ্র দিন। কর্মস্থলে সমস্যা। পারিবারিক বিবাদ।নব প্রেমের দিন।

কন্যা: মিশ্র দিন। বাণিজ্যে মুনাফা। প্রেমে, পরিবারে অশান্তি। শরীরিক সমস্যা।

তুলা: মিশ্র দিন। আয় যোগ। আজ ব্যয় কম। সঞ্চয় হতে পারে। প্রেমে শুভ। শারীরিক সমস্যা।

বৃশ্চিক: মিশ্র দিন। আয় যোগ। প্রেমের দিন। নতুন বাড়ি, জমি বা ফ্লাট কেনার যোগ। শারীরিক সমস্যা।

ধনু: মিশ্র দিন। প্রেমে শুভ। পারিবারিক শান্তি। কর্মক্ষেত্রে সমস্যা। ব্যয় বেশি।

মকর: মিশ্র দিন। কর্মক্ষেত্রে শুভ। ব্যয় বেশি। পারিবারিক অশান্তি। শরীর ভালো যাবে না।

কুম্ভ: দিনটি সমস্যাময়। আয় যোগ নেই। ব্যবসাতে সমস্যা। প্রেমে অশান্তি। সাংসারিক বিবাদ।

মীন:দিনটি আপনার নয়। ব্যয় বেশি। পারিবারিক সমস্যা। প্রেমে অশান্তি। শরীর নিয়ে নানা সমস্যা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here