আজকের রাশিফল। লিখছেন পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ শ্রী দেব সমুদ্র

মেষ: শুভ দিন। আয় যোগ ভালো। বাণিজ্যে সুদিন আজ। প্রেমে সফল। কোনও বিষয়ে শোকের খবর পেতে পারেন।

বৃষ: মিশ্র দিন। আয় থেকে ব্যয় অধিক। কর্মক্ষেত্রে অশান্তি, এমন কি হাতাহাতি হবার সম্ভাবনা। নিজ ভুলে বাণিজ্যে ক্ষতি হতে পারে। *** আজ খুব সাবধান। আঘাত প্রাপ্তি ও রক্তপাতের সম্ভাবনা।

মিথুন: মিশ্র দিন। আয় যোগ চলনসই। কর্মক্ষেত্রে উচ্চ পদস্থ কর্মীর ইচ্ছায় উন্নতি। বাণিজ্যে মিশ্র প্রভাব।আজ প্রেমের দিন নয়। ** * দুর্ঘটনার যোগ আছে, সাবধানে চলাফেরা করুন।

কর্কট: সমস্যাময় দিন। আয় যোগ মধ্যম। কর্মক্ষেত্রে অশান্তি। বাণিজ্যের শুভ দিন নয় আজ। সাংসারিক বিবাদ। পারিবারিক সমস্যা।

সিংহ: মিশ্র দিন। আয় যোগ চলনসই। কর্মক্ষেত্রে নব যোগাযোগ। বাণিজ্যে মিশ্র ফল। প্রেমে শুভ। বন্ধুদের সাথে হতে পারে ঝগড়া।

কন্যা: মিশ্র দিন। আয় যোগ চলনসই। কর্মক্ষেত্রে নজর রাখুন, কোনও মন্তব্য করবেন না বাণিজ্যে মিশ্র প্রভাব। ভালো থাকবে না শরীর। হতে পারে সাংসারিক অশান্তি। প্রেমে মনোমালিন্য।

তুলা: মিশ্র দিন। আয় যোগ মধ্যম।চাকুরি ক্ষেত্রে সমস্যা থাকলেও ক্ষতি হবে না। বাণিজ্যে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন। ভালো থাকবে না শরীর। প্রেমে মানসিক শান্তি। *** আঘাত প্রাপ্তির সম্ভাবনা প্রবল।

বৃশ্চিক: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে মিশ্র ফল। বাণিজ্যে সুদিন আজ। নেশা থেকে শরীরের অবনতি। সাংসারিক অশান্তি এড়িয়ে চলুন। প্রেমের দিন আজ।

ধনু: সমস্যাময় দিন। সাবধানে থাকুন, বিপদের আশঙ্কা আছে। আয় যোগ ভালো। সাংসারিক শান্তি। পরিবারে অশান্তি। প্রেমে প্রতারিত হতে পারেন।

মকর: মিশ্র দিন। আয় যোগ চলনসই। ** মান সন্মান হানির সম্ভাবনা। চাকুরি ক্ষেত্রে শুভ যোগাযোগ। বাণিজ্যে মিশ্র প্রভাব। * আজ পথ প্রদর্শকের সন্ধান পাবেন।

কুম্ভ: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে মিশ্র প্রভাব। বাণিজ্যের আজ ভালো দিন। পারিবারিক অশান্তি। প্রেমে ভালো থাকবে না মন।

মীন: শুভ দিন।আয় যোগ ভালো। আত্মীয় স্বজনের সাথে বিবাদ মেটার সম্ভাবনা। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে মিশ্র ফল। প্রেমের দিন আজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here