*আজ ৪ঠা ডিসেম্বর ২০১৮ ।। মঙ্গলবার ।। আজকের রাশিফল লিখছেন, পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ ” শ্রী দেবসমুদ্র”, শুধুমাত্র আপনার প্রিয় নিউস চ্যানেল ” বেঙ্গল ওয়াচে”*

মেষ: শুভ দিন। আয় যোগ ভালো। ব্যবসা ক্ষেত্রে সুন্দর দিন। এ দিন প্রেমের দিন। সাথ দেবে শরীর।

বৃষ: মিশ্র দিন। কর্মক্ষেত্রে সমস্যা নেয়া। আয় যোগ ভালো। হতে পারে নতুন প্রেম। সাবধানে চলাফেরা করুন।

মিথুন: শুভ দিন। প্রেমের দিন। কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি। আয় যোগ আছে। শারীরিক সমস্যা থাকবে।

কর্কট: মিশ্র দিন। আয় যোগ দুর্বল। ব্যবসা ক্ষেত্রে নানা সমস্যা। প্রেমে অশান্তি। শারীরিক সমস্যা।

সিংহ: সমস্যাময় দিন। কর্মস্থলে অশান্তি। ব্যবসাতে ক্ষতি। ব্যয় যোগ বেশি। পারিবারিক অশান্তি। প্রেমের দিন নয়।

কন্যা:মিশ্র দিন। কর্মক্ষেত্রে শান্তি। সল্প আয় যোগ আছে। প্রেমে সমস্যা। আজ সাথ দেবেন শরীর।

তুলা:শুভ দিন। আয় যোগ আছে। ফটকাবাজি তে মুনাফা হতে পারে। প্রেমের দিন। সাথ দেবে শরীর।

বৃশ্চিক : সমস্যাময় দিন। কর্মস্থলে অশান্তি। ব্যয় যোগ। প্রেমে সমস্যা। পরিবারে অশান্তি। সাবধানে চলা ফেরা করুন।

ধনু: মিশ্র দিন। কর্মস্থলে সমস্যা। আয় যোগ আছে। প্রেমে অশান্তি। শারীরিক সমস্যা।

মকর: শুভ দিন। শ্রীবৃদ্ধির দিন। আয় যোগ সবল। শরীর আজ ফুরফুরে। প্রেমে অশান্তি।

কুম্ভ:মিশ্র দিন। আয় যোগ ভালো। বিবাদ এড়িয়ে চলুন। প্রেমে সমস্যা। শারীরিক সমস্যা নেই।

মীন: মিশ্র দিন। ছোট খাটো সমস্যা। আয় যোগ ভালো। প্রেমে বিবাদ। শরীর নিয়ে সতর্ক থাকুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here