আজকের রাশিফল। লিখছেন পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ শ্রী দেব সমুদ্র

মেষ: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে চরম সমস্যা ও ষড়যন্ত্রের শিকার হতে পারেন। বাণিজ্যে কোন সমস্যা নেই।পারিবারিক অশান্তি। প্রেমে ভুল বোঝাবুঝি।

বৃষ: সমস্যাময় দিন। আয় যোগ নিম্ন। চাকুরি ক্ষেত্রে সমস্যা থাকবে। বাণিজ্যে কোনও বিনিয়োগ করবেন না আজ। প্রেমে মিশ্র প্রভাব। ** আঘাত প্রাপ্তি ও রক্তপাতের সম্ভাবনা।

মিথুন: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। বাণিজ্যে কোনও ঝুঁকি নেবেন না। প্রেমে ভুল বোঝাবুঝি। ** সাবধানে চলাফেরা করুন, আঘাত প্রাপ্তির সম্ভবনা প্রবল।

কর্কট: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে সুসংবাদ। বাণিজ্যে সফল। ভালো যাবেনা শরীর। প্রেমে অশান্তি।

সিংহ: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে সব অনুকূলে থাকার সম্ভবনা। বাণিজ্যে আজ সমস্যাময় দিন। প্রেমে শান্তি। *** আগুন থেকে সাবধান।

কন্যা: ভালো দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে আহ সুদিন। বাণিজ্যে কোনও সমস্যা নেই। প্রেমে অশান্তি, নিজের ভুল ভেঙে সঙ্গীর সাথে সমঝোতা করুন।

তুলা: শুভ দিন। আয় যোগ ভালো। চাকুরি ক্ষেত্রে সন্মান বৃদ্ধি। বাণিজ্যে মুনাফা লাভের দিন। নব প্রেম প্রস্তাব,এক কথায় প্রেমের দিন।

বৃশ্চিক: সমস্যাময় দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে সহকর্মীরা বিপদে ফেলার চেষ্টা করবে। বাণিজ্যে মিশ্র প্রভাব। প্রেমে চরম অশান্তি। ভালো থাকবে না শরীর।

ধনু: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে সমস্যাময় দিন আজ। বাণিজ্যে মিশ্র প্রভাব। প্রেমের দিন।

মকর: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে আজ আপনার আয়ত্তে কিছু থাকবে না। বাণিজ্যে আজ কোনও সিদ্ধান্ত নেবেন না। ভালো যাবেনা শরীর। প্রেমে বাধা।

কুম্ভ: সমস্যাময় দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে অপমানিত হবার প্রবল সম্ভাবনা। বাণিজ্যে মিশ্র ফল। সংসারে অশান্তি। প্রেমে বিবাদ, বিচ্ছেদ হতে পারে।

মীন: শুভ দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে সুদিন। প্রেমে সঙ্গীকে বুঝে চলুন, তৃতীয় বেক্তির কথায় কান দেবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here