আজকের রাশিফল। লিখছেন পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ শ্রী দেব সমুদ্

মেষ: মিশ্র দিন। আয় যোগ নিম্ন। বাণিজ্যে দূরদৃষ্টি থাকলে লাভবান হবেন। চাকুরি ক্ষেত্রে মিশ্র প্রভাব। প্রেমে সাত বার ভেবে সিদ্ধান্ত নিন।

বৃষ: মিশ্র দিন। আয় যোগ চলনসই। বাণিজ্যে কোনও সমস্যা নেই। চাকুরি ক্ষেত্রে বাধা থাকবে। প্রেমে ভুল বোঝাবুঝি।

মিথুন: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে মানসিক অশান্তি। ব্যবসা ক্ষেত্রে সমস্যা থাকবে। প্রেমে সঙ্গী আপনাকে ভুল বুজতে পারে।

কর্কট: ভালো দিন। আয় যোগ মধ্যম। বাণিজ্যে অন্যের ওপর নির্ভর করলে ভুল করবেন। চাকুরি ক্ষেত্রে শুভ। ভালো থাকবে না শরীর। প্রেমের দিন আজ।

সিংহ: মিশ্র দিন। আয় যোগ শুভ। বাণিজ্যে কোনও বিনিয়োগ করবেন না। কর্মক্ষেত্রে কোনো তর্কে যাবেন না। প্রবল পারিবারিক অশান্তির সম্ভাবনা। প্রেমে কোনও সমস্যা নেই।

কন্যা: মিশ্র দিন। আয় যোগ চলনসই। বাণিজ্যে নানা সমস্যা। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। আজ প্রেমের দিন নয়।

তুলা: শুভ দিন। আয় যোগ ভালো। কর্মক্ষেত্রে সমস্যা থাকলেও ক্ষতি হবে না। বাণিজ্যে সফল দিন। প্রেমে আজ কোনও সিদ্ধান্ত নেবেন না।

বৃশ্চিক: শুভ দিন। আয় যোগ ভালো। কর্মক্ষেত্রে সুনাম অর্জন। বাণিজ্যে সুনাম অর্জন। শরীর নিয়ে সতর্ক থাকুন। প্রেমে সমঝোতা করে চলতে হবে।

ধনু: ভালো দিন। আয় যোগ। বাণিজ্যে দক্ষতার পরিচয়। কর্মক্ষেত্রে শুভ। প্রেমের দিন আজ।

মকর: সমস্যাময় দিন। আয় যোগ নিম্ন। কর্মক্ষেত্রে প্রবল সমস্যা হবার সম্ভাবনা। বাণিজ্যে বিশ্বাস করে ঠকতে হবে। প্রেমে অপমানিত।

কুম্ভ: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। বাণিজ্যে মিশ্র ফল। চাকুরি ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। প্রেমে সঙ্গীকে বোঝার চেষ্টা করুন।

মীন: শুভ দিন। আয় যোগ ভালো। বাণিজ্যে লাভ জনক দিন। কর্মক্ষেত্রে কোনও সমস্যা নেই। প্রেমে মিশ্র প্রভাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here