আজকের রাশিফল। আজ মঙ্গলবার:
মেষ: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে ক্ষমতার প্রভাব। বাণিজ্যে অনিশ্চিয়তা। শরীর ভালো থাকবে না। প্রেমে প্রাপ্তিযোগ।
বৃষ: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে সহকর্মীদের মন জুগিয়ে চলতে হবে। বাণিজ্যে মিশ্র ফল। ভালো থাকবে না শরীর। হাজার বাধার মধ্যেও প্রমেরে দিন আজ।
মিথুন: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে সমস্যা। বাণিজ্যে শুভ। পারিবারিক অশান্তি।প্রেমে কথা না শুনে নিজেই বিরোধ সৃষ্টি করবেন।
কর্কট: মিশ্র দিন। আয় যোগ খারাপ নয়। চাকুরি ক্ষেত্রে স্থিতিশীল অবস্থা বজায় থাকবে। বাণিজ্যে মাথা ঠান্ডা রাখুন। শারীরিক সমস্যা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। প্রেমে শূন্যতা সৃষ্টি করবে।
সিংহ: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, নিতে হবে বাড়তি চাপ। বাণিজ্যে সমস্যা থাকছে। পরিবারে অহেতুক সমস্যা। প্রেমে মতবিরোধ।
কন্যা: সমস্যাময় দিন। আয় যোগ নিম্ন। চাকুরি ক্ষেত্রে বুদ্ধি করে চলুন, বদনামের সম্ভাবনা। বাণিজ্যে আজ সমস্যা আর সমস্যা। প্রেমে আপনার ভুলে মনোমালিন্য।
তুলা: মিশ্র দিন। আয় যোগ শুভ, কিন্তু প্রেমের ক্ষেত্রে সঙ্গীকে খুশি করতে অধিক ব্যয়। চাকুরি ক্ষেত্রে অহেতুক ঝামেলা এড়িয়ে চলুন। বাণিজ্যে বড় কোনও সমস্যা নেই। ভালো থাকবে শরীর।
বৃশ্চিক: মিশ্র দিন। আয় যোগ ভালো। চাকুরি ক্ষেত্রে কিছু সমস্যা আয়ত্বের বাইরে চলে যাবে। বাণিজ্যে সময় দিন। প্রেমে সঙ্গীকে বোঝার চেষ্ঠা করুন।
ধনু: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে সমস্যাময় দিন। ভালো থাকবে না শরীর। অবৈধ প্রমেরে হাতছানি, বিপদ ডেকে আনবেন নিজে।
মকর: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে মানিয়ে চলুন। বাণিজ্যে আজ কোনও সিদ্ধান্ত নেবেন না। পারিবারিক সমস্যা। আজ প্রেমের দিন নয়।
কুম্ভ: শুভ দিন। আয় যোগ ভালো। চাকুরি ক্ষেত্রে বহুদিনের সমস্যা মেটার সম্ভাবনা। প্রেমে মনের কথা মন খুলে ভালোবাসার মানুষকে বলুন আজ।
মীন: ভালো দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। বাণিজ্যে কোনও সমস্যা নেই। প্রেমের দিন আজ।