আজকে রাশিফল। লিখছেন। পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ শ্রী দেব সমুদ্র
আজ সোমবার ২৫ফেব্রুয়ারি ২০১৯
মেষ: শুভ দিন। আয় ভাগ্য শুভ। হটাৎ কোনও অর্থ প্রাপ্তি হতে পারে। চাকুরি ক্ষেত্রে ব্যস্ততম দিন। বাণিজ্যে কোনও সমস্যা নেই। প্রেমে নব যোগাযোগ।
বৃষ: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। বাণিজ্যে অর্থ বিনিয়োগ করার সুদিন। আজ প্রেমের দিন।
মিথুন: ভালো দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে সন্মান বৃদ্ধি। বাণিজ্যে সুদিন। প্রেমে উপযুক্ত সঙ্গীর যোগাযোগ হবার সম্ভাবনা। ** কর্মক্ষেত্রে বাক্য ব্যয়ে সাবধান।
কর্কট: মিশ্র দিন। আয় যোগ শুভ, কিন্তু ব্যয় অধিক। চাকুরি ক্ষেত্রে মিশ্র ফল। বাণিজ্যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে ও সফল। আজ প্রেমের দিন নয়।
সিংহ: সমস্যাময় দিন। আয় যোগ নিম্ন, এমনকি ঋণ হতে পারে। চাকুরি ক্ষেত্রে অহেতুক ছোটাছুটি। বাণিজ্যে নানা সমস্যা, বাধা। আজ প্রেমের দিন নয়। *** আঘাত প্রাপ্তির যোগ আছে। চলাফেরায় সাবধান।
কন্যা: মিশ্র দিন। আয় যোগ ভালো। চাকুরি ক্ষেত্রে পরিশ্রম বাড়বে। বাণিজ্যে মিশ্র ফল। আপনার দ্বিমুখী চরিত্রের জন্য প্রেমে প্রতারিত হবার সম্ভাবনা।
তুলা: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে সমস্যা থাকলেও ক্ষতি হবেনা। বাণিজ্যে শুভ। প্রেমের দিন আজ।
বৃশ্চিক: মিশ্র দিন। আয় যোগ মন্দ নয়, কিন্তু অহেতুক ব্যয়। চাকুরি ক্ষেত্রে সমস্যাময় দিন। বাণিজ্যে কোনও সমস্যা নেই। প্রেমে ব্যর্থতা। **** আঘাত প্রাপ্তি ও রক্তপাতের প্রবল সম্ভাবনা।
ধনু: সমস্যাময় দিন। আয় যোগ মাধ্যম। চাকুরি ক্ষেত্রে সমস্যা। বাণিজ্যে আজ সুদিন নয়। প্রেমে মিথ্যা অপবাদ ও বিচ্ছেদের সম্ভাবনা।
মকর: মিশ্র দিন। আয় যোগ নিম্ন। চাকুরি ক্ষেত্রে শুভ দিন। বাণিজ্যে আজ ক্ষতির সম্ভাবনা। প্রেমে অশান্তি। ** ভালো যাবেনা শরীর।
কুম্ভ: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে কোনও সহযোগিতা পাবেন না। বাণিজ্যে অশান্তি। প্রেমের দিন আজ। ** শরীর নিয়ে সতর্ক থাকুন।
মীন: শুভ দিন। আয় যোগ ভালো। চাকুরি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। বাণিজ্যে শুভ দিন, আজ বিনিয়োগ করলে মনাফ লাভ হবে। প্রেমের দিন আজ।