আজকের রাশিফল। লিখছেন পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ শ্রী দেব সমুদ্র
আজ ২৪ফেব্রুয়ারি ২০১৯, রবিবার
মেষ: মিশ্র দিন। আয় ও ব্যয়ের সমতা বজায় থাকবে। বাণিজ্যে সমস্যা হতে পারে। প্রেমে জটিলতা।
বৃষ: সমস্যাময় দিন। আয় যোগ শুভ, তবে ব্যয় অধিক। চাকুরি ক্ষেত্রে নানা সমস্যা। বাণিজ্যে পরিবেশ অনুকূল নয়। প্রেমে অপমানিত হবার প্রবল সম্ভাবনা।
মিথুন: সমস্যাময় দিন। আয় মধ্যম। চাকুরি ক্ষেত্রে সমস্যা। বাণিজ্যে আজ সুদিন নয়। ভালো থাকবেনা শরীর।বাক্য ব্যয়ে সতর্কতা প্রয়োজন। নিজের ভুলে প্রেমে আঘাত। ভেঙে যাবে স্বপ্ন।
কর্কট: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে জটিলতা থাকবে। বাণিজ্যে কোনও সমস্যা নেই। প্রেমে উটকো সমস্যা হতে পারে। ** আঘাত প্রাপ্তি ও রক্তপাতের সম্ভাবনা, আজ সাবধানে থাকুন।
সিংহ: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে মতবিরোধ। বাণিজ্যে মিশ্র যোগ। ভালো যাবে না শরীর। তৃতীয় কারু উপস্থিতি প্রেমে সমস্যা সৃষ্টি করবে।
কন্যা: মিশ্র দিন। আয় যোগ মাধ্যম। চাকুরি ক্ষেত্রে সমস্যা হতে পারে। বাণিজ্যে কোনও সমস্যা নেই। শরীর নিয়ে সচেতন হওয়া দরকার। প্রেমের দিন আজ।
তুলা: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে আজ কোনও বিনিয়োগ না করা ভালো। ভালো যাবে না শরীর। প্রেমে অশান্তি।
বৃশ্চিক: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে সমস্যা থাকবে। বাণিজ্যে সমস্যা আপনি নিজে ডেকে আনছেন। প্রেমে জটিলতা।
ধনু: মিশ্র দিন। আয় যোগ মন্দ নয়। চাকুরি ক্ষতি সমস্যা। বাণিজ্যে কোনও সিদ্ধান্ত নেবার আগে সাত বার ভাবুন। প্রেমের দিন নয় আজ।
মকর: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষতি চাপ বাড়বে। বাণিজ্যে শুভ খবর পেতে পারেন, হতে পারে অধিক মুনাফা লাভ। ভালো থাকবেনা শরীর। পারিবারিক ও সাংসারিক ক্ষেত্রে সন্দেহের ওপর থাকতে হবে। প্রেমের দিন নয় আজ। *** মানহানির প্রবল সম্ভাবনা।
কুম্ভ: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষতি সুনাম অর্জন। বাণিজ্যে কোনও সমস্যা নেই। প্রেমে বাধা।
মীন: মিশ্র দিন। আয় যোগ মাধ্যম। চাকুরি ক্ষেত্রে মিশ্র ফল। বাণিজ্যে আজ কোনও সিদ্ধান্ত না নেওয়া ভালো। প্রেমে সঙ্গীর দিকে নজর রাখুন।