আজকের রাশিফল। লিখেছেন পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ শ্রী দেব সমুদ্র
আজ রবিবার ১০ ফেব্রুয়ারি ২০১৯
মেষ: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে স্থিতিশীল অবস্থা বজায় থাকবে। বাণিজ্যে অনিশ্চয়তা। প্রেমে দুশ্চিন্তা।
বৃষ: মিশ্র দিন। আয় যোগ নিম্ন। চাকুরি ক্ষেত্রে সমঝোতা করে চলতে হবে। আজ বাণিজ্য ভাগ্য শুভ নয়। প্রেমের দিন আজ।
মিথুন: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে হটাৎ কোনও সুযোগ আসতে পারে। বাণিজ্যে সমস্যা হবার সম্ভাবনা। পেতে পারেন নব প্রেম প্রস্তাব, তবে আজ সিদ্ধান্ত নিলে হবে বড় ভুল।
কর্কট: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে সুনাম। বাণিজ্যে শ্রীবৃদ্ধি। প্রেমে শূন্যতা অনুভব করবেন
সিংহ : ভালো দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে কোনও ঋণ না হয় সেদিকে সতর্ক থাকুন। প্রেমে পুরনো সঙ্গীর সাথে নতুন করে যোগাযোগ ও আগামীতে বিপদের সম্ভাবনা।
কন্যা: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন। বাণিজ্যে সতর্ক থাকুন। প্রেমে অনুকূল ভাবলে ভুল হবে।
তুলা : প্রেমের দিন। আয় যোগ শুভ হলেও ব্যয় অধিক। চাকুরি ক্ষেত্রে সমস্যা থাকছে। বাণিজ্যে মিশ্র ফল।
বৃশ্চিক: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে সমস্যা। বাণিজ্যে শুভ। প্রেমে দুশ্চিন্তা।
ধনু: ভালো দিন। আয় যোগ ভালো। চাকুরি ক্ষেত্রে শুভ দিন। বাণিজ্যে কোনও সমস্যা নেই। প্রেমের দিন নয় আজ।
মকর: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে পরিস্তিতি সামাল দিতে সমস্যা হবে। বাণিজ্যে মিশ্র প্রভাব। প্রেমে সঙ্গীকে বোঝার চেষ্টা করুন।
কুম্ভ: শুভ দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে শুভ সিদ্ধান্ত নেবার দিন। প্রেমে কোনও সমস্যা নেই।
মীন: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে মিশ্র ফল। বাণিজ্যে সমস্যা থাকছে। প্রেমে ভুল বোঝাবুঝির অবসান।