আজকের রাশিফল। লিখছেন পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ শ্রী দেব

মেষ: মিশ্র দিন। আয় যোগ মন্দ নয়। চাকুরি ক্ষেত্রে বুঝে সিদ্ধান্ত নিন। বাণিজ্যে মিশ্র প্রভাব। প্রেমে সঙ্গীকে সময় দিন।

বৃষ: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে সতর্ক দৃষ্টি দিন। বাণিজ্যে শুভ। ভালো থাকবে না শরীর। প্রেমে বিচ্ছেদের সম্ভাবনা।

মিথুন: মিশ্র সমস্যাময় দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে আপনার ভুলে সমস্যা হতে পারে। বাণিজ্যে ক্ষতির সম্ভাবনা। প্রেমে মিশ্র প্রভাব।

কর্কট: ভালো দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে কোনও সমালোচনা, তর্ক এড়িয়ে চলুন। বাণিজ্যে কোনও সমস্যা নেই। পারিবারিক অশান্তি। প্রেমে আজ কোনও সিদ্ধন্ত নেবেন না।

সিংহ: সমস্যাময় দিন। আয় যোগ শুভ নয়। চাকুরি ক্ষেত্রে সব সমস্যা সমসধান করতে গিয়ে লেজে গোবরে হবার সম্ভাবনা। বাণিজ্যে কোনও বিনিয়োগ করবেন না আজ। পারিবারিক অশান্তি। শারীরিক সমস্যা। প্রেমে বিচ্ছেদ।

কন্যা: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে মানবৃদ্ধির সম্ভাবনা। বাণিজ্যে সমস্যা বড় করে দেখা দিতে পারে। প্রেমে সঙ্গীর থেকে দূরত্ব বজায় রাখুন আজ।

তুলা: প্রেমের দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে কোনও কাজ ফেলে রাখবেনা। বাণিজ্যে ব্যবহারে পরিবর্তন করুন, লাভবান হবেন আপনি।

বৃশ্চিক: ভালো দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। বাণিজ্যে শুভ দিন। প্রেমে সঙ্গীকে বোঝার চেষ্টা করুন।

ধনু: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে আজ সুদিন। প্রবল পারিবারিক অশান্তির সম্ভাবনা। ভালো থাকবেনা শরীর। আপোষ করে চলতে হবে প্রেমে।

মকর: মিশ্র দিন। আয় যোগ নিম্ন। চাকুরি ক্ষেত্রে মিশ্র ফল। বাণিজ্যে সমস্যা থাকলেও ক্ষতি হবে না। প্রেমে দিন আজ আপনার।

কুম্ভ: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিন। বাণিজ্যে আজ শুভ দিন। শরীরি প্রেমের হাতছানি, নিজের সন্মান বাঁচিয়ে চলুন।

মীন: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে আজ মানিয়ে চলতে হবে। বাণিজ্যে মিশ্র প্রভাব। প্রেমেরে দিন নয় আজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here