আজকের রাশিফল। লিখছেন পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ শ্রী দেব সমুদ্র
মেষ: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে সমস্যা, অহেতুক তর্ক ঝামেলা এড়িয়ে চলুন। বাণিজ্যে আজ শুভ দিন। প্রেমে সঙ্গীকে সময় দিন ও তার ভাবনা কে গুরুত্ব দিন।
বৃষ: সমস্যাময় দিন। আয় যোগ নিম্ন। চাকুরি ক্ষেত্রে সমস্যা থাকছে। বাণিজ্যে মিশ্র প্রভাব। পারিবারিক অশান্তি। প্রেমে সঙ্গীর আচরণে আঘাত পাবেন।
মিথুন: শরীর নিয়ে সতর্ক থাকুন। আজ আঘাত প্রাপ্তি ও রক্তপাতের সম্ভাবনা আছে, চলা ফেরায় সাবধান। আয় যোগ মধ্যম। চাকুরি ও বাণিজ্য ক্ষেত্রে কোনও সমস্যা নেই। প্রেমে নব যোগাযোগ।
কর্কট: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। আজ কোনও সিদ্ধান্ত নেবেন না,কোনও বিনিয়োগ না করা বুদ্ধিমানের কাজ। প্রেমে প্রবল অশান্তির সম্ভাবনা।
সিংহ: শুভ দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে পদোন্নতির খবর পেতে পারেন। বাণিজ্যের জন্য শুভ দিন। প্রেমে ভুল বোঝাবুঝি।
কন্যা: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে শুভ। বাণিজ্যে মিশ্র ফল। আপনার ব্যবহারে পরিবারে অশান্তি। আপনার ভুলে প্রেমে সমস্যা।
তুলা: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে মানসিক চাপ। বাণিজ্যে বড় কোনও সমস্যা নেই। সঙ্গীর আচরণে প্রেমে মনঃকষ্ট।
বৃশ্চিক: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে আজ খুব ভালো দিন। বাণিজ্যে নব যোগাযোগ। প্রেমে সঙ্গীকে বোঝার চেষ্টা করুন।
ধনু: মিশ্র দিন। আয় ও ব্যয় সমান সমান। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে সতর্ক দৃষ্টি দিন। প্রেমে মিশ্র প্রভাব।
মকর: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে ঝামেলা এড়িয়ে চলুন। বাণিজ্যে শুভ দিন। প্রেমে সমস্যা।
কুম্ভ: মিশ্র দিন। আয় যোগ ভালো। চাকুরি ক্ষেত্রে শ্রীবৃদ্ধি, কেউ ক্ষতি করতে পারবে না। বাণিজ্যে কিছু সমস্যা থাকছে। পারিবারিক অশান্তি। প্রেমে মিশ্র ফল।
মীন: মিশ্র দিন। আয় যোগ নিম্ন। চাকুরি ক্ষেত্রে মিশ্র প্রভাব। বাণিজ্যে লোকসান হবার সম্ভাবনা। প্রেমে বিচ্ছেদ।