আজকের রাশিফল। লিখছেন পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ শ্রী দেব সমুদ্র
আজ শুক্রবার ২২ ফেব্রুয়ারি ২০১৯
মেষ: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে সমস্যা। বাণিজ্যে মিশ্র প্রভাব। প্রেমে স্থিতিশীলতা বজায় থাকবে।
বৃষ: মিশ্র দিন। আয় যোগ খারাপ নয়। চাকুরি ক্ষেত্রে সুনাম। বাণিজ্যে নিজে সিদ্ধান্ত নিন। ভালো থাকবেনা শরীর। প্রেমে প্রতারিত।
মিথুন: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে পরিবেশ অনুকূল থাকবে। বাণিজ্যে সমস্যা হতে পারে। পারিবারিক অশান্তি। প্রেমে কোনও জটিল সমস্যায় সৃষ্টি হতে পারে।
কর্কট: শুভ দিন। আয় যোগ ভালো। শুভ কাজে অধিক ব্যয়। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে আজ বিনিয়োগ করলে লাভবান হবেন। শরীরি যত্ন নিনি। আজ আপনার প্রেমের দিন নয়।
সিংহ: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে মিশ্র প্রভাব। বাণিজ্যে সমস্যা থাকলেও ক্ষতি হবে না। প্রবল পারিবারিক অশান্তির সম্ভাবনা। আজ ভালোবাসার দিন।
কন্যা : মিশ্র দিন। আয় যোগ শুভ নয়। আজ অধিক ব্যয়ের দিন। চাকুরি ক্ষেত্রে পরিচিত বাড়বে। বাণিজ্যে সমস্যা থাকবে। প্রেমে দিন নয় আজ।
তুলা: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে শুভ দিন। ভালো থাকবে না শরীর। প্রেমে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন।
বৃশ্চিক: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে উটকো ঝামেলার সম্ভাবনা। বাণিজ্যে কোনও সমস্যা নেই। ভালো থাকবেনা শরীর। প্রেমের দিন আজ।
ধনু: শুভ দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে একটি সফল দিন। বাণিজ্যে আজ হবেন লাভবান। প্রেমে স্থিতিশীল অবস্থা বজায় থাকবে।
মকর: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে সমস্যা থাকলেও ক্ষতি হবে না। ভালো থাকবেনা শরীর। প্রেমের দিন আজ।
কুম্ভ: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে সন্মান বাড়বে। বাণিজ্যে সমস্যাময় দিন। প্রবল পারিবারিক অশান্তি। প্রেমে কোনও সমস্যা নেই।
মীন: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে সমঝোতা করে চলতে হবে। বাণিজ্যে নানা সমস্যা। ভালো থাকবে না শরীর। প্রেমের দিন নয় আজ।