আজকের রাশিফল। লিখছেন পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ শ্রী দেব সমুদ্র

আজ সোমবার ১৮ ফেব্রুয়ারি ২০১৯

মেষ: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। বাণিজ্যে খুব একটা লাভবান হবেন না। প্রেমে মানসিক শান্তি।

বৃষ: সমস্যাময় দিন। আয় যোগ নিম্ন। চাকুরি ক্ষেত্রে সমস্যা থাকবে। বাণিজ্যে সব কিছু সামলাতে পারবেন না। প্রেমে সিদ্ধান্তহীনতায় ভুগবেন।

মিথুন: সমস্যাময় দিন। ব্যয় অধিক। চাকুরি ক্ষেত্রে বাধা বিপত্তি। বাণিজ্যে দুঃচিন্তা। প্রেমে এখনো কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।

কর্কট: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে মানসিক আঘাত। বাণিজ্যে আজ সুফল দেবে না। নব প্রেমের যোগ।

সিংহ: মিশ্র দিন। আয় ও ব্যয় সমান সমান। চাকুরি ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। বাণিজ্যে শুভ নব যোগাযোগ। পারিবারে মনোমালিন্য। প্রেমে মিশ্র ফল।

কন্যা: মিশ্র দিন। আয় যোগ নিম্ন। চাকুরি ক্ষেত্রে বুঝে সিদ্ধান্ত নিন। বাণিজ্যে মিশ্র ফল। প্রেমে ভুল বোঝাবুঝি।

তুলা: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে উন্নতির যোগ। বাণিজ্যে মুনাফা লাভের দিন। পারিবারিক অশান্তি। প্রেমে ভুল বোঝাবুঝি।

বৃশ্চিক: শুভ দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে বড় কোনও সমস্যা নেই। বাণিজ্যে আজ শুভ। প্রেমের দিন আজ।

ধনু: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে আজ শুভ নয়। প্রবল পরিপাক অশান্তির সম্ভাবনা। প্রেমে সফল।

মকর: সমস্যাময় দিন। আয় যোগ নিম্ন। চাকুরি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। বাণিজ্যে ক্ষতির সম্ভাবনা। ক্ষতি কারক প্রমের হাতছানি,সাবধান।

কুম্ভ: সমস্যাময় দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে বিরোধ, পেছন থেকে ক্ষতি করার সম্ভাবনা। বাণিজ্যে মিশ্র ফল। প্রেমে ব্যর্থতা।

মীন: মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে কিছু সমস্যা থাকছে। বাণিজ্যে ভালো ও মুনাফা লাভের দিন। প্রেমের দিন নয় আজ। ** আঘাত প্রাপ্তির যোগ আছে আজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here