*আজ সোমবার।। ১০ই ডিসেম্বর ২০১৮ ।। আজকের রাশিফল লিখছেন, পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ ” শ্রী দেবসমুদ্র”, শুধুমাত্র আপনার প্রিয় নিউস চ্যানেল ” বেঙ্গল ওয়াচে”*

মেষ: মিশ্র দিন। কর্মক্ষেত্রে শুভ। আয় যোগ ভালো। প্রেমের দিন। পারিবারিক সমস্যা। মানসিক অশান্তি।

বৃষ: মিশ্র দিন। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা চলবে। আয় যোগ আছে। প্রেমে শুভ। শারীরিক সমস্যা।

মিথুন: মিশ্র দিন। কর্মস্থলে শুভ। ব্যবসা ক্ষেত্রে সমস্যা হতে পারে। প্রেমে দিন। শারীরিক সমস্যা।

কর্কট: মিশ্র দিন। আয় যোগ আছে। শারীরিক সমস্যা থাকবে। প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে।

সিংহ: সমস্যাময় দিন। কর্মস্থলে অশান্তি। আয় কম। প্রেমে বিবাদ। চলাফেরা করুন সতর্ক ভাবে।

কন্যা: সমস্যাময় দিন। কর্মক্ষেত্রে বিবাদ। আয় যোগ কম। নতুন করে প্রেমে অশান্তি। শারীরিক সমস্যা।

তুলা: মিশ্র দিন। কর্মস্থলে সমস্যা। আয় যোগ আছে। নব প্রেম প্রস্তাব পেতে পারেন। ভালো থাকবে শরীর।

বৃশ্চিক: ভালো দিন। কর্মক্ষেত্রে সফল। আয় যোগ। ফটকাবাজি তে কিছু লাভ হতে পারে। প্রেমের দিন। শারীরিক সমস্যা থাকবে।

ধনু: মিশ্র দিন। আয় যোগ আছে। পথ চলুন সাবধানে। রক্তপাতের সম্ভবনা। প্রেমে অশান্তি।

মকর: ভালো দিন। আয় যোগ আছে। কর্মস্থলে কোন সমস্যা নেই। শরীর ভালো থাকবে।

কুম্ভ: শুভ দিন। কর্মক্ষেত্রে কোন সমস্যা নেই। আয় যোগ। হটাৎ কোন অর্থ বা ধন পেতে পারেন। শরীর ভালো থাকবে। প্রেমের দিন।

মীন: মিশ্র দিন। আয় যোগ চলনসই। পারিবারিক অশান্তি। শারীরিক সমস্যা।

** আপনাদের কেমন লাগছে রাশিফল? যে কোন সমস্যা থাকলে আপনারা “বেঙ্গল ওয়াচ” এ যোগাযোগ করতে পারেন। সমস্যা সমাধানের পথ বলবো আমি- দেবসমুদ্র।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here