আজকের রাশিফল। লিখছেন পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ শ্রী দেব সমুদ্র।

আজ সোমবার ১১ ফেব্রুয়ারি

মেষ: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে শুভ। বাণিজ্যে সতর্ক থাকুন। প্রেমে শুভ ইঙ্গিত মিলবে আজ।

বৃষ: মিশ্র দিন। আয় যোগ ভালো। চাকুরি ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। বাণিজ্যে বাধা বিপত্তি থাকছে। প্রেমে সঙ্গীর সাথে দূরত্ব সৃষ্টি হতে পারে।

মিথুন: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। ভালো যাবে না শরীর। চাকুরি ক্ষেত্রে মিশ্র প্রভাব। বাণিজ্যে সমস্যা থাকছে। প্রেমে আবেগ কে লাগাম দিন।

কর্কট: শুভ দিন। আয় যোগ ভালো। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে শুভ নব যোগাযোগ। ভালো থাকবেনা শরীর। প্রেমে মনোমালিন্য।

সিংহ: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে সমস্যা থাকলে কোনও ক্ষতি হবে না। বাণিজ্যে ছোটো খাটো সমস্যা থাকবে। চলা ফেরায় সতর্কতা প্রয়োজন, আঘাত প্রাপ্তির সম্ভাবনা। পারিবারিক বিবাদের সম্ভাবনা। প্রেমে সঙ্গীকে নিয়ে দুশ্চিন্তা।

কন্যা: সমস্যাময় দিন। ব্যয় অধিক। চাকুরি ক্ষেত্রে আপনার স্বচ্ছতার অভাব দেখা দেবে। বাণিজ্যে দিনটি শুভ নয়। প্রেমে সঙ্গীর প্রতি সন্দেহ, আগামীতে তীব্র অশান্তি।

তুলা: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে ভারসাম্য বজায় চলুন। বাণিজ্যে মিশ্র ফল। প্রেমে সঙ্গীকে মানিয়ে চলতে হতে পারে আজ।

বৃশ্চিক: শুভ দিন। আয় যোগ ভালো। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে উন্নতি, মুনাফা লাভ। প্রেমে সুখবর।

ধনু: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে নিজের সমস্যা কোনও সহকর্মীর সাথে শেয়ার করবেন না। বাণিজ্যে মিশ্র ফল। প্রেমে আপনার ভুলে তীব্র অশান্তির সম্ভাবনা।

মকর: সমস্যাময় দিন। আয় যোগ নিম্ন। দামী কোনও কিছু চুরি যাবার সম্ভাবনা। চাকরি ক্ষেত্রে মানিয়ে চলুন। বাণিজ্যে আজ কোনও ঝুঁকি নেবেন না। প্রেমে ইচ্ছা গোপন রাখুন।

কুম্ভ: সমস্যাময় দিন। আয় যোগ নিম্ন। চাকুরি ক্ষেত্রে তর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা। বাণিজ্যে এ দিন আপনার জন্য নয়। পারিবারিক অশান্তি। প্রেমে কেউ আপনার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকবে আজ।

মীন: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে আজ সহযোগিতা পাবেন। প্রেমে সঙ্গীর আচরণ আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here