আজকের রাশিফল। লিখছেন পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ শ্রী দেব সমুদ্র

মেষ: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। আর্থিক ক্ষতির সম্ভাবনা। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। বাণিজ্যে স্থিতিশীল অবস্থা বজায় থাকবে। প্রেমে মিশ্র প্রভাব।

বৃষ: মিশ্র দিন। আয় যোগ। কর্মক্ষেত্রে মানসিক অস্থিরতা। বাণিজ্যে নানা বাধা। পারিবারিক শান্তি নষ্ট। প্রেমের দিন।

মিথুন: সমস্যাময় দিন। আয় যোগ। কর্মক্ষেত্রে নানা সমস্যা। মতবিরোধ বাণিজ্যের ক্ষতি করবে। প্রেমে অশান্তি।

কর্কট: শুভ দিন। আয় যোগ ভালো। কর্মক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে শুভ যোগ। নব প্রেমের দিন।

সিংহ: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। কর্মক্ষেত্রে স্থিতিশীল। বাণিজ্যে কোনও সমস্যা নেই। প্রেমে অশান্তি।

কন্যা: সমস্যাময় দিন। আয় যোগ নিম্ন। চাকুরি ক্ষেত্রে পরিস্থিতি অনুকূল। বাণিজ্যে সমস্যা। ভালো যাবে না শরীর। আজ প্রেমের দিন নয়।

তুলা: মিশ্র দিন। আয় যোগ ভালো। কর্মক্ষেত্রে বড় কোনও সমস্যা নেই। বাণিজ্যে শান্তি। প্রেমে দিতে হবে ভুলের মাসুল।

বৃশ্চিক: শুভ দিন। আয় যোগ ভালো। কর্মক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে শুভ। প্রেমের দিন।

ধনু: মিশ্র দিন । আয় যোগ চলনসই। কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। বাণিজ্যে মিশ্র প্রভাব। প্রেমে মানসিক উদ্বেগ।

মকর: মিশ্র দিন। আয় যোগ মাধ্যম। কর্মক্ষেত্রে মানিয়ে চলুন। বাণিজ্যে সমস্যা হতে পারে। প্রেমে ভুল বোঝাবুঝি। ** আঘাত প্রাপ্তি ও রক্ত পাতের সম্ভাবনা।

কুম্ভ: মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে মান বৃদ্ধি। বাণিজ্যে ছোটখাটো সমস্যা। প্রেমে মত বিরোধ।

মীন:মিশ্র দিন। আয় যোগ শুভ। কর্মক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে মানসিক উদ্বেগ থাকবে। প্রেমের ক্ষেত্রে শারীরিক সম্পর্ক এড়িয়ে চলুন, নিজের বিপদ নিজে ডেকে আনবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here