আজ ১৩ জানুয়ারি ২০১৯, রাশিফল লিখছেন পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ শ্রী দেব সমুদ্র
মেষ: মিশ্র দিন। আয় যোগ চলনসই। কর্মক্ষেত্রে সমস্যা থাকবে। প্রেমে সঙ্গীকে সময় দিন।
বৃষ: সমস্যাময় দিন। আয় যোগ কম। কর্মক্ষেত্রে সমস্যা। প্রেমে অশান্তি।
মিথুন: মিশ্র দিন। ব্যয় অধিক। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। প্রেমে অশান্তি।
কর্কট: শুভ দিন। আয় যোগ। কর্মক্ষেত্রে নব যোগযোগ, সুখবর। প্রেমে মন মালিন্য।
সিংহ: মিশ্র দিন। আয় যোগ চলনসই। কর্মস্থলে নব যোগাযোগ। প্রেমে দুম করে কোনও সিদ্ধান্ত নেবেন না।
কন্যা: মিশ্র দিন। আর্থিক দিক থেকে দিনটি শুভ। প্রেমে সঙ্গীকে নিয়ে অজানা উত্তেজনা।
তুলা: মিশ্র দিন। আয়ের থেকে ব্যয় অধিক। কর্মক্ষেত্রে বুজে সিদ্ধান্ত নিনি। প্রেমে সমস্যা হতে পারে।
বৃশ্চিক: মিশ্র দিন। আয় যোগ। কর্মক্ষেত্রে শুভ। প্রেমে অশান্তি মিটতে পারে আজ।
ধনু: মিশ্র দিন। আয় ও ব্যয় সমান সমান। বাণিজ্যে শুভ। প্রেমে স্থিতিশীল।
মকর : মিশ্র দিন। আর্থিক জটিলতা থাকবে। কর্মক্ষেত্রে বড় কোনও সমস্যা নেই। প্রেমে সমস্যা।
কুম্ভ: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। প্রেমের দিন আজ ।
মীন: শুভ দিন। আয় যোগ। কর্মক্ষেত্রে নব যোগাযোগ। প্রেমে শান্তি ।