আজ রবিবার। ৬ই জানুয়ারি, ২০১৯।। আজকের রাশিফল, লিখছেন পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ শ্রী দেব সমুদ্র
মেষ: মিশ্র দিন। আয় যোগ চলনসই। ব্যবসা ক্ষেত্রে মিশ্র প্রভাব। প্রেমে শান্তি।
বৃষ: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। ব্যবসা ক্ষেত্রে সমস্যা হতে পারে। প্রেমে ভুল বোঝাবুঝি।
মিথুন: মিশ্র দিন। আয় যোগ। কর্মক্ষেত্রে উটকো ঝামেলা। প্রেমে সমস্যা।
কর্কট: মিশ্র দিন। আয় চলনসই। ব্যবসা ক্ষেত্রে সমস্যা। প্রেমের দিন।
সিংহ: মিশ্র দিন। আয় ও ব্যয় সমান সমান। কর্মস্থলে বুঝে সিদ্ধান্ত নিন। প্রেমে মিশ্র প্রভাব।
কন্যা: শুভ দিন। আয় যোগ ভালো। কর্মক্ষেত্রে কোনও সমস্যা নেই। জমি, বাড়ি বা ফ্লাট ক্রয় করার দিন। প্রেমে মনোমালিন্য।
তুলা: ভালো দিন। আয় যোগ। বাণিজ্য ক্ষেত্রে উন্নতি। প্রেমে সুখ ও শান্তি। তবে শরীরি সমস্যা থাকবে।
বৃশ্চিক: মিশ্র দিন। আয় যোগ শুভ। ব্যবসা ক্ষেত্রে খুব ভালো। প্রেমের দিন। পারিবারিক অশান্তি।
ধনু: মিশ্র দিন। আয় যোগ। আজ উটকো ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা। প্রেমে শুভ।
মকর: মিশ্র দিন। আয় যোগ। কর্মক্ষেত্রে উন্নতি। আঘাত প্রাপ্তির ও রক্তপাতের সম্ভাবনা।
কুম্ভ: মিশ্র দিন। আয় যোগ। কর্মক্ষেত্রে শুভ। প্রেমে সমস্যার মধ্যেও ঘাটতি হবেনা ভালোবাসার।
মীন: মিশ্র দিন। আয় যোগ। ব্যবসা ক্ষেত্রে সাবধান হওয়া প্রয়োজন। প্রেমে সমস্যা।