আজ ১লা জানুয়ারী ২০১৯,মঙ্গলবার।। কেমন যাবে আজকের দিনটি, রাশিফল লিখছেন পূর্ব ভারতের একমাত্র জ্যোতিষী ও বাস্তুবিদ (সামুদ্রিক) শ্রী দেবসমুদ্র
মেষ-শুভ দিন। আয় যোগ শুভ। কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি। প্রেম প্রস্তাবের দিন।
বৃষ-মিশ্র দিন। আয় যোগ। কর্মক্ষেত্রে কোনও সমস্যা নেই। প্রেমে সঙ্গী কে সময় দিন।
মিথুন-মিশ্র দিন। আয় ও ব্যয় সমান সমান। কর্মক্ষেত্রে সামান্য সমস্যা। প্রেমে অস্থিরতা।
কর্কট-সমস্যময় দিন। আয় যোগ চলনসই। ব্যবসা ক্ষেত্রে সমস্যা। প্রেমে অশান্তি।
সিংহ-মিশ্র দিন। আয় যোগ চলনসই। কর্মস্থলে সন্মানিত হবেন। প্রেমে সময় দিন।
কন্যা-মিশ্র দিন। ব্যয় অধিক। কর্মক্ষেত্রে স্থিতিশীল। প্রেমে অশান্তি।
তুলা-শুভ দিন। আয় যোগ। ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি। প্রেমে ইচ্ছাপূরণ।
বৃশ্চিক- ভালো দিন। আয় যোগ। কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি। বাণিজ্যে অধিক মুনাফা। প্রেমে মত বিরোধ।
ধনু-মিশ্র দিন। আয় যোগ শুভ। কর্মক্ষেত্রে নিজের ভুলের মাশুল দিতে হবে। প্রেমে অশান্তি।
মকর-মিশ্র দিন। আয় যোগ মধ্যম। কর্মক্ষেত্রে সামান্য সমস্যা হতে পারে। প্রেমে শুভ। আঘাত প্রাপ্তি ও রক্তপাতের সম্ভাবনা।
কুম্ভ-শুভ দিন। আয় যোগ। কর্মক্ষেত্রে সন্মান বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে সমস্যা। প্রেমে সমস্যা শেষে শান্তি।
মীন-মিশ্র দিন। আয় যোগ চলনসই। কর্মক্ষেত্রে মিশ্র প্রভাব। প্রেমে সঙ্গী কে সময় দিন।