নমস্কার,আপনারা দেখছেন বেঙ্গল ওয়াচ।। আজ শনিবার ২৯শে ডিসেম্বর,২০১৮।। আমাদের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ” আজকের রাশিফল”।। আজ কোন রাশির কেমন যাবে, বলছেন পূর্ব ভারতের একমাত্র জ্যোতিষী ও বাস্তুবিদ (সামুদ্রিক) শ্রী দেব সমুদ্র –
মেষ: মিশ্র দিন। আয় যোগ মধ্যম।ব্যবসা ক্ষেত্রে নব যোগাযোগ। প্রেমে শান্তি।
বৃষ: মিশ্র দিন। গঠন মূলক কাজে অত্যাধিক ব্যয়। প্রেমে অশান্তি।
মিথুন: শুভ দিন। আয় যোগ মধ্যম। সন্মান বৃদ্ধি। প্রেমে শান্তি।
কর্কট: মিশ্র দিন। আয় যোগ শুভ। কর্মস্থলে অশান্তি। প্রেমে শুভ।
সিংহ: সম্ভাবনাময় দিন। আয় যোগ। অহেতুক ঝামেলা এড়িয়ে চলুন। প্রেমের দিন আজ।
কন্যা: মিশ্র দিন। আয় যোগ চলনসই। কর্মক্ষেত্রে শুভ। প্রেমের ক্ষেত্রে শরীরি ভালোবাসা বা দৈহিক সম্পর্ক এড়িয়ে চলুন, না হলে আগামীতে বড় সমস্যা হবে।
তুলা: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। কর্মস্থলে সামান্য অশান্তি। প্রেমে সমস্যা হতে পারে।
বৃশ্চিক: মিশ্র দিন। আয় যোগ চলনসই। কর্মক্ষেত্রে নব যোগাযোগ। প্রেমে সমঝোতা করতে হতে পারে।
ধনু: মিশ্র দিন। আয় যোগ। কর্মক্ষেত্রে সমস্যা। প্রেমের ক্ষেত্রে বড় ধরনের অশান্তির সামনে আপনি।
মকর: শুভ দিন। আয় যোগ মধ্যম। কর্মক্ষেত্রে মনবল বৃদ্ধি। প্রেমের দিন।
কুম্ভ: শুভ দিন। আয় যোগ। কর্মক্ষেত্রে সমস্যা নেয়া। প্রেমে সঙ্গী কে সময় দিন।
মীন: মিশ্র দিন। আয় যোগ। ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি। প্রেমে সমঝোতা।