আজ ২৫শে ডিসেম্বর। মঙ্গলবার। আপনারা দেখছেন,বেঙ্গল ওয়াচ। আজকের রাশিফল, লিখেছেন পূর্ব ভারতের এক মাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ শ্রী দেব সমুদ্র
মেষ: মিশ্র দিন। যায় যোগ মাধ্যম। কর্মক্ষেত্রে স্থিতিশীল। প্রেমে শুভ। হতে পারে পেটের সমস্যা।
বৃষ: মিশ্র দিন। আয় যোগ। ব্যবসা ক্ষেত্রে সাবধানে সিদ্ধান্ত নিন। প্রেমের দিন। শারীরিক সমস্যা থাকবে।
মিথুন: ভালো দিন। আয় যোগ। প্রেমে শুভ। লাভবান হতে পারেন ফটকা বাজিতে।
কর্কট: মিশ্র দিন।আয় যোগ। ব্যবসা ক্ষেত্রে অশান্তি। প্রেমে সমস্যা। ভালো যাবে না শরীর।
সিংহ: মিশ্র দিন। আয় যোগ মাধ্যম। ব্যবসা ক্ষেত্রে শুভ। প্রেমে বিবাদ।
কন্যা: মিশ্র দিন। আয় যোগ চলনসই। ব্যবসা ক্ষেত্রে শুভ। পেতে পারেন প্রেম প্রস্তাব।
তুলা: মিশ্র দিন। আয় যোগ মাধ্যম। কর্মক্ষেত্রে শুভ। প্রেমে সমস্যা। ভালো থাকবে শরীর।
বৃশ্চিক: সমস্যাময় দিন। আয় ও ব্যয় সমান সমান। প্রেমে ভুল বোঝাবুঝি।
ধনু: সমস্যাময় দিন। ব্যয় বেশি। কর্মক্ষেত্রে অশান্তি। প্রেমে শুভ।
মকর: সমস্যাময় দিন। আয় যোগ মাধ্যম। ব্যবসা ক্ষেত্রে বাধা। প্রেমে সমস্যা। পারিবারিক বিবাদ।
কুম্ভ: মিশ্র দিন। আয় যোগ মাধ্যম। প্রেমে শুভ। ভালো থাকবে শরীর।
মীন: মিশ্র দিন। আয় যোগ মাধ্যম। কর্মক্ষেত্রে জটিলতা। প্রেমে ভুল বোঝাবুঝির অবসান। শারীরিক সমস্যা থাকবে।