আজ শনিবার, ২২শে ডিসেম্বর ২০১৮।। আপনারা দেখছেন বেঙ্গল ওয়াচ, আজকের রাশিফল লিখেছেন পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ শ্রী দেব সমুদ্র –
মেষ : মিশ্র দিন। আয় যোগ মাধ্যম। উটকো ঝামেলা এড়িয়ে চলুন। প্রেমে জটিলতা। পরিপাক অশান্তি। ভালো থাকবে শরীর।
বৃষ: মিশ্র দিন। আয় যোগ চলনসই। ব্যবসা ক্ষেত্রে শুভ। প্রেমে অশান্তি।
মিথুন: মিশ্র দিন। আয় যোগ মাধ্যম। কর্মক্ষেত্রে সমস্যা। প্রেমে শান্তি। ভালো থাকবে শরীর।
কর্কট: মিশ্র দিন।আয় মাধ্যম। দিনটি আশানুরূপ নয়। প্রেমে শান্তি। ভালো থাকবে শরীর।
সিংহ: মিশ্র দিন। ব্যয় যোগ। সুযোগ হাতছাড়া হতে পারে। প্রেমে দুশ্চিন্তা। শারীরিক সমস্যা।
কন্যা: মিশ্র দিন। আয় যোগ ভালো। উটকো ঝামেলা এড়িয়ে চলুন। প্রেমে অশান্তি। ভালো থাকবে শরীর।
তুলা: মিশ্র দিন। আয় যোগ। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা। প্রেমের দিন। ভালো থাকবে শরীর।
বৃশ্চিক: মিশ্র দিন। আয় যোগ আছে। ব্যবসা ক্ষেত্রে সময় দিন। প্রেমে ভুল বোঝাবুঝি। ভালো থাকবে শরীর।
ধনু: মিশ্র দিন: আয় যোগ শুভ। কর্মক্ষেত্রে কোনও সমস্যা নেই। প্রেমে সঙ্গী কে বুজে চলুন। ভালো থাকবে না শরীর।
মকর: মিশ্র দিন। আয় যোগ শুভ। কর্মস্থলে কোনও সমস্যা নেই। প্রেমে অশান্তি। শারীরিক সমস্যা থাকবে।
কুম্ভ: শুভ দিন।আয় যোগ ভালো। আজ ভ্রমন হতে পারে। প্রেমের দিন। শরীর ভালো থাকবে।
মীন:মিশ্র দিন। কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়বে। প্রেমে অস্থির অবস্থা। ভালো থাকবে না শরীর।