আজ বুধবার,১৯শে ডিসেম্বর।। আপনারা দেখছেন বেঙ্গল ওয়াচ।। কি আছে আপনার রাশিতে ! লিখছেন পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ শ্রী দেব সমুদ্র –

মেষ: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। কর্মক্ষেত্রে স্থিতিশীল। প্রেমে বিবাদ। ভালো থাকবে শরীর।

বৃষ: মিশ্র দিন। ব্যয় বেশি। ব্যবসা ক্ষেত্রে শুভ। প্রেমে সঙ্গী কে সময় দিন। ভালো যাবে না শরীর।

মিথুন: মিশ্র দিন। আয় যোগ মাধ্যম। প্রেমে অশান্তির সম্ভাবনা। আজ শরীর ভালো থাকবে না।

কর্কট: মিশ্র দিন। আয় যোগ মাধ্যম। কর্মক্ষেত্রে মানিয়ে চলুন। পেতে পারেন নব প্রেম প্রস্তাব। শারীরিক সমস্যা।

সিংহ: সমস্যাময় দিন। আয় যোগ কম। প্রেমে প্রতারিত। সাবধানের চলাফেরা করুন, আঘাত প্রাপ্তি ও রক্তপাতের সম্ভাবনা।

কন্যা: মিশ্র দিন। আয় যোগ মাধ্যম। বিতর্ক এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে সফল। প্রেমে আজ কোনও সিদ্ধান্ত নেবেন না। ভালো থাকবে না শরীর।

তুলা: মিশ্র দিন। আয় যোগ মাধ্যম। কর্মস্থলে সমঝোতা করতে হতে পরে। প্রেমে অশান্তি। শরীর নিয়ে সমস্যা থাকবে।

বৃশ্চিক: মিশ্র দিন। আয়, চলনসই। কর্মক্ষেত্রে সমস্যা। প্রেমে অস্থিরতা। শারীরিক সমস্যা।

ধনু: মিশ্র দিন। আয় ও ব্যয় সমান সমান। ব্যবসা ক্ষেত্রে অশান্তি। প্রেমে মান অভিমান। ভালো থাকবে না শরীর।

মকর: শুভ দিন। আয় যোগ ভালো। কর্মক্ষেত্রে সন্মান বৃদ্ধি। প্রেমে কলহ। পারিবারিক অশান্তি। ভালো থাকবে শরীর।

কুম্ভ:ভালো দিন। আয় যোগ আছে। আচমকা অর্থ প্রাপ্তি। কর্মক্ষেত্রে কাজের চাপ। প্রেমে সঙ্গীর সহায়তা। শারীরিক সমস্যা থাকবে।

মীন: মিশ্র দিন। আয় যোগ ভালো। ব্যবসা ক্ষেত্রে সমসার সমাধান। প্রেমে অশান্তি। শরীর ভালো যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here