আজ ১৭ই ডিসেম্বর।। সোমবার।। আপনারা দেখছেন বেঙ্গল ওয়াচ,
কি আছে আপনার রাশিতে ! কি বলছেন! পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ – শ্রী দেব সমুদ্র
মেষ: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে সমস্যা। ব্যবসাতে শুভ। প্রেমের দিন। ভালো থাকবে শরীর।
বৃষ: মিশ্র দিন। আয় ও ব্যয় সমান সমান। চাকুরি ক্ষেত্রে সমস্যা হতে পারে। ব্যবসায় শুভ। প্রেমে অশান্তি। শারীরিক সমস্যা থাকবে।
মিথুন: মিশ্র দিন। আয় যোগ থাকলেও ব্যয় বেশি আজ। কর্মক্ষেত্রে কোনও বাধা নেই। প্রেমের দিন। সাথ দেবে না শরীর।
কর্কট: ভালো দিন। আয় যোগ মধ্যম। ব্যবসা ক্ষেত্রে মনাফ অর্জন। প্রেমের দিন। শারীরিক সমস্যা ও মানসিক অশান্তি।
সিংহ: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। কর্মক্ষেত্রে স্থিতিশীল। প্রেমে শান্তি। ভালো যাবে না শরীর।
কন্যা: সমস্যা ময় দিন। আয় যোগ কম। কর্মক্ষেত্রে সমস্যা। প্রেমে অশান্তি। মানসিক শান্তি নষ্ট হবে।
তুলা: মিশ্র দিন। আয় যোগ মাধ্যম। কর্মস্থলে অশান্তি। প্রেমে বিবাদ। সুস্থ থাকবে শরীর।
বৃশ্চিক: মিশ্র দিন। আয় যোগ শুভ। কর্মক্ষেত্রে কোনও সমস্যা নেই। প্রেমের দিন।
ধনু: মিশ্র দিন। আয় ও ব্যয় সমান। কর্মস্থলে অশান্তি। প্রেমে শুভ। শারীরিক সমস্যা।
মকর: সমস্যাময় দিন। প্রেমে অপমানিত। আঘাত ও রক্তপাতের সম্ভাবনা। ব্যবসাতে সমস্যা। আয় যোগ কম। সাবধানে চলাফেরা করুন।
কুম্ভ: মিশ্র দিন। আয় যোগ মধ্যম। কর্মস্থলে সুনাম। ব্যবসা ক্ষেত্রে সামান্য সমস্যা। মাথা ঠান্ডা না রাখলে প্রেমে বিবাদ। ভালো থাকবে শরীর।
মীন: মিশ্র দিন। আয় যোগ কম। প্রেমে অশান্তি। ভালো থাকবে শরীর।
——–————–